19 C
Toronto
মঙ্গলবার, মে ৭, ২০২৪

চুমুকাণ্ডের রুবিয়ালেস স্পেনে গ্রেফতার

চুমুকাণ্ডের রুবিয়ালেস স্পেনে গ্রেফতার
বিশ্বকাপ ফাইনালের পদকমঞ্চে স্পেনের খেলোয়াড় জেনিফার এরমোসোকে চুমু খান লুইস রুবিয়ালেস

নারী বিশ্বকাপ ফাইনালের পর চুমুকাণ্ডের জন্য স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের পদ হারানো লুইস রুবিয়ালেসকে গ্রেফতার করা হয়েছে। সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপ আয়োজনের একটি চুক্তির তদন্তের মধ্যে ডোমিনিকান রিপাবলিক থেকে স্পেনে ফেরার সময় আজ সকালে মাদ্রিদ বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়।

সুপার কাপ সংক্রান্ত দুর্নীিত ও অর্থপাচার নিয়ে তদন্ত চলাকালীনই দুই সপ্তাহ আগে গ্রানাদায় রুবিয়ালেসের বাড়িতে ও মাদ্রিদে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কার্যালয়ে অভিযোগ চালায় স্প্যানিশ কর্তৃপক্ষ। রুবিয়ালেস তখন ডোমিনিকান প্রজাতন্ত্রে।

- Advertisement -

এছাড়া গত বছর বিশ্বকাপ ফাইনালের পদকমঞ্চে শিরোপা জয়ী স্পেনের ফরোয়ার্ড জেনিফার এরমোসোকে তার ইচ্ছার বিরুদ্ধে চুমু দেয়ার ঘটনা নিয়ে রুবিয়ালেসের বিরুদ্ধে একটা মামলা চলছে আদালতে। ৪৬ বছর বয়সী রুবিয়ালেসের বিরুদ্ধে যৌন নিপীড়ন এবং জবরদস্তিমূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে সরকারি কৌঁসুলি মোট আড়াই বছরের সাজা চেয়েছেন আদালতে।

চুমুকান্ডের আন্তর্জাতিক কেলেঙ্কারির কারণ হওয়ার পর সেপ্টেম্বরে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেন রুবিয়ালেস৷

- Advertisement -

Related Articles

Latest Articles