23.3 C
Toronto
বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪

এক ভক্তের ওপর ক্ষিপ্ত সাকিব, চেপে ধরলেন ঘাড়

এক ভক্তের ওপর ক্ষিপ্ত সাকিব, চেপে ধরলেন ঘাড়
ছবি সংগৃহীত

অলরাউন্ডার ক্রিকেটের সাকিব আল হাসানের সঙ্গে সেলফি তুলতে গিয়ে এক ভক্তের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে।

সোমবার (৬ মে) নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও ফেসবুক ছড়িয়ে পড়লে অনেকেই ইতিবাচন-নেতিবাচক মন্তব্য করেছেন।

- Advertisement -

জানা যায়, ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নারায়ণগঞ্জে গিয়েছিলেন সাকিব। সুপার লিগে প্রাইম ব্যাংকের বিপক্ষে শেখ জামালের হয়ে খেলতে গিয়েছিলেন তিনি।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ম্যাচের আগে কোচ সালাউদ্দিনের সঙ্গে কথা বলছিলেন সাকিব। এমন সময় এক ভক্ত দৌড়ে তার কাছে এসে একটি সেলফি তোলার আবদার করেন। সাকিব তাকে নিষেধ করছিলেন। কিন্তু সেই ভক্ত নাছোড়বান্দা। সাকিবের কথা যেন শুনতে নারাজ তিনি। ভক্তের এমন কান্ডে রেগে যান সাকিব। এমনকি চড় মারতেও উদ্যত হন তিনি। এক হাতে কেড়ে নিতে চান মোবাইল ফোন। আরেক হাতে চেপে ধরেন ঘাড়।

 

- Advertisement -

Related Articles

Latest Articles