9.1 C
Toronto
সোমবার, মে ৬, ২০২৪

গল্পগুলো নানা রংয়ের

গল্পগুলো নানা রংয়ের

ফারজানা নাজ শম্পা একজন কর্মঠ লেখিকার সম্পাদনায় আরেকটা চমৎকার সংযোজন- “গল্পগুলো নানা রঙের”। সত্যিই নানা রঙের নানা ধরনের গল্পের মেলা বসিয়েছেন। সংকলন বইটা সংগ্রহে রাখার মতো। বেশ ভালো লেগেছে।

- Advertisement -

উনার জীবনটাও বৈচিত্র্যময়, নানা রঙের গল্পের মতো।

তাঁর অতীত, বর্তমান, চলমান কর্মকান্ড দেখলে বিশ্ময় জাগে। কীভাবে পারেন এভাবে সাহিত্যের মধ্যে আনন্দ নিয়ে বিচরণ করতে? উনার সবচেয়ে বড় গুন হলো, উনি কোনাকাঞ্চি থেকে গল্প খুঁজে পাঠকদের সামনে উপস্থাপন করেন। সাহিত্যিকদের খুঁজে বের করে অনুপ্রানিত করেন, সম্মানিত করেন।

খুব কষ্টসাধ্য কাজ। যেটা কানাডায় খুব কম সংখ্যক মানুষ, লেখক পেরেছেন। উনার কাজ খাঁটি, নিঃস্বার্থ।

- Advertisement -

Related Articles

Latest Articles