22.5 C
Toronto
সোমবার, জুলাই ১৫, ২০২৪

রং তুলিতে মুক্তিযুদ্ধ

রং তুলিতে মুক্তিযুদ্ধ

প্রতি বছরের মত এবার ও চ্যানেল আই তাদের প্রাঙ্গণে আয়োজন করলো ‘ রং তুলিতে মুক্তিযুদ্ধ। পরিবর্তনটি হলো শুধু ২৬ মার্চের জায়গায় ৭ই মার্চ, কারণ রমজান মাসে পড়েছে ২৬।

- Advertisement -

যথারীতি বন্ধু আফজাল হোসেন এই প্রাণবন্ত অগুণতি শিল্পীর লাইভ ছবি আঁকার অনুষ্ঠান উপস্থানা করলো। তবে এবার উপস্থাপনর ফাঁকে নিজেও ক্যানভাসে আঁকলো চমৎকার একটি ছবির প্রায় ৫০%ভাগ। বাকিটা সহসা শেষ করবে বল্লো। সকলে ১০টায় অনুষ্ঠানটি উদ্বোধন করেছিলেন দেশবরণ্য শিল্পী হাশেম খান ও শিল্পী মনিরুল ইসলাম।

প্রতি বছরের মত এবারও রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্রসংগীত করলেন তার নেতৃত্বে তার দল সহ। অতিথি হিসেবে আরো ছিলেন আসাদুজ্জান নূর ,অভিনেত্রী অরুণা বিস্বাস সহ অনেকে ।

অনুষ্ঠানটির প্রডিউসার ছিলেন ছড়াকার আমীরুল ইসলাম। ছবি সৌজন্য-রূপম চৌধুরী।

- Advertisement -

Related Articles

Latest Articles