10.3 C
Toronto
রবিবার, মে ৫, ২০২৪

সুরঞ্জনার প্রথম প্রদর্শনী

সুরঞ্জনার প্রথম প্রদর্শনী

সেই কবে বরণ্য শিল্পী রশীদ চৌধুরী রং ক্যানভাস থেকে সরে রঙিন সুতো বুনে ছবি করতে শুরু করলেন। আজ যে তাপিশ্রী এক শিল্প ইতিহাস। ভারত উপমহাদেশে কই আর কেউ তেমন হাত বাড়ালো সেদিকে। এতকাল পর শিল্পী সুরঞ্জনা ভট্টাচার্য রঙ মাখামাখির দিকে না গিয়ে নিজের অন্তরাত্মার বিমূর্তরূপ রঙিন কাপড়ে-কাপড়ে জোড়া তালি দিয়ে কি অপূর্ব কোলাজ করেছেন তার প্রথম প্রদর্শনীতে।

- Advertisement -

স্বনামধন্য স্বামী শিশির ভট্টাচার্য আর ভীষণ মেধাবী একমাত্র পুত্র রিক কে নিয়ে তার দীর্ঘ প্যারিসবাস।দিনরাত গ্যালারীতে ঘোরাঘুরি। মাতিসের কাগজ কাটা শিল্প মুগ্ধ হয়ে দেখা।

বর্তমান আবাস কানাডার ছবির শহর মন্ট্রিয়লের গ্যালারীপাড়া শেরব্রোক কিংবা টরন্টোর অভিজাত গ্যালারী পাড়া ইয়র্কভিলে ঘুরে এতদিন সুরঞ্জনা মগজে জমিয়েছেন হাজারো ইমেজ জমিয়েছেন। এই প্রথম জীবন অভিজ্ঞতার সঙ্গে রঙিন তাড়না ,মনের মাধুরী মিশিয়ে তার আজীবনের প্রিয়স্থল ঢাকার আঁলাইন্স ফ্রান্সিসের দ্য গ্যালারীতে প্রথম প্রদর্শনী করতে যাচ্ছেন সুরঞ্জনা।

আপনাদের আমন্ত্রণ। আগামীকাল শুক্রবার ১৯শে এপ্রিল সন্ধ্যা ৬ আসলে আশা করি এক নতুন অভিজ্ঞতা পাবেন।

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles