12.5 C
Toronto
বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

অধিকতর অন্তর্ভুক্তির পথে কানাডার সশস্ত্র বাহিনী

অধিকতর অন্তর্ভুক্তির পথে কানাডার সশস্ত্র বাহিনী - the Bengali Times
২০০১ সালে কুইবেকের বাসিন্দা জোসি পায়ের যখন কানাডার সশস্ত্র বাহিনীতে নাম লেখান তখন তার পদবি নিয়ে রীতিমতো যুদ্ধ করতে হয়েছিল

২০০১ সালে কুইবেকের বাসিন্দা জোসি পায়ের যখন কানাডার সশস্ত্র বাহিনীতে নাম লেখান তখন তার পদবি নিয়ে রীতিমতো যুদ্ধ করতে হয়েছিল। কারণ লোকজন তার পদবিটির ফেমিনাইন সংস্করটিই উচ্চারণ করতো।

পায়ের সোমবার এক সাক্ষাৎকারে বলেন, আগেও কয়েক দফা এ ধরনের ঘটনা ঘটেছে। এটাকে আমার কাছে অপমানজনক বলেই মনে হয়েছে।

- Advertisement -

কিন্তু গত সপ্তাহে প্রথমবারের মতো সশস্ত্র বাহিনীর সব পদবির ফ্রেঞ্চ সংস্করণ ফেমিনিন সমুতুল্য করে দিয়েছে। এতে খুব একটা খুশি নন ওয়ারেন্ট অফিসার পায়ের। তিনি বলেন, ফরাসি ভাষায় আন অ্যাডজুটেন্ট এখন উনে অ্যাডজুডেন্টে। দুটোর সূক্ষ্ম একটা পার্থক্য রয়েছে।

ভারপ্রাপ্ত চিফ অব মিলিটারি অফিসার হিসেবে মেজর জেনারেল লিজ বোর্গন পরিবর্তনগুলো এগিয়ে নিচ্ছেন।
অধিকতর অন্তর্ভুক্তির পথে কানাডার সশস্ত্র বাহিনী
শেখ তারেক

২০০১ সালে কুইবেকের বাসিন্দা জোসি পায়ের যখন কানাডার সশস্ত্র বাহিনীতে নাম লেখান তখন তার পদবি নিয়ে রীতিমতো যুদ্ধ করতে হয়েছিল। কারণ লোকজন তার পদবিটির ফেমিনাইন সংস্করটিই উচ্চারণ করতো।
পায়ের সোমবার এক সাক্ষাৎকারে বলেন, আগেও কয়েক দফা এ ধরনের ঘটনা ঘটেছে। এটাকে আমার কাছে অপমানজনক বলেই মনে হয়েছে।

কিন্তু গত সপ্তাহে প্রথমবারের মতো সশস্ত্র বাহিনীর সব পদবির ফ্রেঞ্চ সংস্করণ ফেমিনিন সমুতুল্য করে দিয়েছে। এতে খুব একটা খুশি নন ওয়ারেন্ট অফিসার পায়ের। তিনি বলেন, ফরাসি ভাষায় আন অ্যাডজুটেন্ট এখন উনে অ্যাডজুডেন্টে। দুটোর সূক্ষ্ম একটা পার্থক্য রয়েছে।

ভারপ্রাপ্ত চিফ অব মিলিটারি অফিসার হিসেবে মেজর জেনারেল লিজ বোর্গন পরিবর্তনগুলো এগিয়ে নিচ্ছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles