8.1 C
Toronto
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ইউক্রেন নিয়ে কিছু কথা

ইউক্রেন নিয়ে কিছু কথা - the Bengali Times
শতফুট ধ্বংস স্তুপের ভেতর থেকে ছোট্ট শিশুটির কান্নার আওয়াজ পাওয়া কিংবা প্রাণ বাঁচাতে মায়ের সাথে দেশ ত্যাগ করা শিশুর লাশ সমুদ্রের কিনারায় ভেসে উঠা ইত্যাদি দেখতে দেখতে বিগত কয়েক যুগ বেঁচে থাকা মানুষের অনুভুতি প্রায় নষ্টই হয়ে গেছে

ইউক্রেনের বৃদ্ধ, শিশু, নারী অসহায় মানুষগুলোর অবস্হা কল্পনা করলে নুতন করে খারাপ লাগা অনুভব হয়। নুতন করে বললাম এ কারণে যে ফিলিস্তিন, ইরাক, লিবিয়া, সিরিয়া, আফগানিস্তান এমনকি ইয়েমেনের অসহায় মানুষগুলোর উপর নির্বিচারে দীর্ঘদিন যাবত বোমা বর্ষণ, ক্ষেপনাস্ত্র নিক্ষেপ, মা’য়ের বুক থেকে ছেলেকে নিয়ে যাওয়া, সদ্য বিবাহিত স্ত্রীর সামনে থেকে স্বামীকে তুলে নিয়ে যাওয়া, হুইল চেয়ারে বসা বৃদ্ধের উপর টার্গেট করে ড্রোন হামলা করা, শতফুট ধ্বংস স্তুপের ভেতর থেকে ছোট্ট শিশুটির কান্নার আওয়াজ পাওয়া কিংবা প্রাণ বাঁচাতে মা’য়ের সাথে দেশ ত্যাগ করা শিশুর লাশ সমুদ্রের কিনারায় ভেসে উঠা ইত্যাদি দেখতে দেখতে বিগত কয়েক যুগ বেঁচে থাকা মানুষের অনুভুতি প্রায় নষ্টই হয়ে গেছে।

তবুও আজ যখন আগ্রাসনকারী রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ করতে ইউক্রেনের সক্ষম লোকজন অস্ত্র হাতে তুলে নিচ্ছেন, চোখের জলে মা, বোন, প্রিয়তমা স্ত্রীকে পোলান্ডের সীমানায় রেখে ফিরে আসছেন, এমনকি দেশের সাবেক সেলিব্রেটি, সাবেক প্রেসিডেন্ট পর্যন্ত দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত হচ্ছেন তা দেখে রক্তে শিহরণ লাগে বৈকি।

- Advertisement -

তারপরও কয়েক ধরনের লোক এখন ইউক্রেনে পাওয়া যাবেঃ
১। জীবন বাজী রেখে দেশের সীমানার ভেতরে থেকে যুদ্ধ করা একদল লোক
২। সীমানা পার হয়ে অস্ত্র চালানো শিখে, ট্রেনিং নিয়ে ফিরে এসে হানাদার বাহিনীর মোকাবিলা করা একদল লোক

৩। সীমানার বাইরে প্রতিবেশী দেশের হোটেল মোটেলে তথা নিরাপদ দুরুত্বে যুদ্ধের দিনগুলো আয়েশে কাটিয়ে দিয়ে সময় মত ফিরে এসে নেতৃত্বের দখল নেয়া একদল লোক
৪। দেশের ভেতরেই হানাদার রাশিয়ানদের সাথে যোগ সাজশ করে নিয়মিত বেতন ভাতা আরাম আয়েশ চালু রেখে জীবন যাপন করা একদল লোক

৫। রাশিয়ার দালাল হিসেবে ইউক্রেনের স্বাধীনতা যোদ্ধাদের খুঁজে খুঁজে হানাদারদের হাতে তুলে দেয়া একদল লোক
৬। হানাদারদের রান্না বান্না ফাইফরমায়েশ খাটা এবং ইউক্রেনের তরুণী যুবতীদের ধরে এনে আগ্রাসনকারীদের মনোরন্জন করার চেষ্টারত একদল লোক

৭। মানুষের ফেলে যাওয়া সারা জীবনের কষ্টার্জিত সহায় সম্পদ ও জনমানবশূন্য বাড়ী ঘর মনের আনন্দে লুটপাট করা একদল লোক
তারপরও ইউক্রেনের মানুষ একদিন বিজয় দিবস পালন করবে, বিজয়ের পতাকা পতপত করে উড়বে স্বাধীনতাকামী ইউক্রেনবাসীর ঘরে ঘরে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles