23.5 C
Toronto
রবিবার, মে ১৯, ২০২৪

প্রাপ্ত বয়স্কদের মধ্যে ভ্যাকসিনেশনের লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে কানাডা

প্রাপ্ত বয়স্কদের মধ্যে ভ্যাকসিনেশনের লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে কানাডা
কানাডার জাতীয় ভ্যাকসিনেশন কাভারজে লক্ষ্যমাত্রার কোনোটিই অর্জিত হয়নি

কানাডার জাতীয় ভ্যাকসিনেশন কাভারজে লক্ষ্যমাত্রার কোনোটিই অর্জিত হয়নি। ২০২৩ সালে প্রকাশিত সরকারের অ্যাডাল্ট ন্যাশনাল ইমিউনাইজেশন কাভারেজ সার্ভেতে (এএনআইসিএস) এমনটাই বলা হয়েছে। এর অর্থ হচ্ছে, বহু কানাডিয়ান সম্ভবত গুরুত্বপূর্ণ অনেক ভ্যাকসিনের বাইরে থাকছেন।

বিশ্ব ইমিউনাইজেশন সপ্তাহে চিকিৎসকরা লোকজনকে এই কথা স্মরণ করিয়ে দিচ্ছে যে, নিয়মিত ভ্যাকসিন নেওয়া কেবল শিশুদের জন্য নয়। পারিবারিক চিকিৎসক ক্রিস্টিন পালমে বলেন, সব সময়ই আমরা শিশুদের বিষয়টিতে গুরুত্ব দিয়ে থাকি এবং তারা যেন হালনাগাদ ভ্যাকসিন পায় সেটা নিশ্চিত করি। কিন্তু প্রাপ্ত বয়স্কদেরও ভ্যাকসিনের প্রয়োজনীয়তা রয়েছে। আমার মনে হয়, আপনি যখন প্রাপ্ত বয়স্ক হয়ে ওঠেন তখন এটা ভুলে যান যে, ভ্যাকসিন এখনো সমান জরুরি ও গুরুত্বপূর্ণ।

- Advertisement -

বেশ কিছু ভ্যাকসিন আছে যেগুলো নিয়মিত নেওয়া উচিত বলে জানান পালমে। তিনি বলেন, প্রাথমিকভাবে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের প্রতি ১০ বছর অন্তর ধনুস্টঙ্কারের টিকি নেওয়া প্রয়োজন। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে না হলেও কোভিডের সময় আমি রুটি তৈরির সময় বা সংস্কারের সময় শরীরের কোথাও কেটে যেতে দেখেছি। ছোট ওই ক্ষতের জন্য চিকিৎসার খুব বেশি প্রয়োজন না হলেও ধনুস্টঙ্কারের টিকা নিয়মিত দেওয়া না থাকলে সেটাই জটিলতা সৃষ্টি করতে পারে।

যাদের বয়স ৫০ বছরের ওপরে তাদেরকে সবার আগে শিঙ্গেলসের ভ্যাকসিনের কথা ভাবতে হবে বলে পরামর্শ দেন তিনি। সুস্থ্য প্রাপ্ত বয়স্ক কানাডিয়ানদের ঝুঁকি কম রাখতে আরও দশটিপ ভ্যাকসিন নিয়মিত গ্রহণের সুপারিশ করেছে কানাডিয়ান ইমিউনাইজেশন গাইড। এগুলো হলোÑডিপথেরিয়া (ধনুস্টঙ্কারের ভ্যাকসিনের সঙ্গেই দেওয়া হয়), হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি), ইনফ্লুয়েঞ্জা, হাম ও মাম্প, মেনিঞ্জোকক্কাল কনজুগেট, পার্টুসিস, নিউমোকক্কাল পলিস্যাকারাইড ২৩-ভ্যালেন্ট, পোলিও, রুবেলা এবং চিকেনপক্স।

প্রাপ্ত বয়স্কদের মধ্যে ভ্যাকসিনেশনের লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে কানাডা
শেখ তারেক

কানাডার জাতীয় ভ্যাকসিনেশন কাভারজে লক্ষ্যমাত্রার কোনোটিই অর্জিত হয়নি। ২০২৩ সালে প্রকাশিত সরকারের অ্যাডাল্ট ন্যাশনাল ইমিউনাইজেশন কাভারেজ সার্ভেতে (এএনআইসিএস) এমনটাই বলা হয়েছে। এর অর্থ হচ্ছে, বহু কানাডিয়ান সম্ভবত গুরুত্বপূর্ণ অনেক ভ্যাকসিনের বাইরে থাকছেন।
বিশ^ ইমিউনাইজেশন সপ্তাহে চিকিৎসকরা লোকজনকে এই কথা স্মরণ করিয়ে দিচ্ছে যে, নিয়মিত ভ্যাকসিন নেওয়া কেবল শিশুদের জন্য নয়। পারিবারিক চিকিৎসক ক্রিস্টিন পালমে বলেন, সব সময়ই আমরা শিশুদের বিষয়টিতে গুরুত্ব দিয়ে থাকি এবং তারা যেন হালনাগাদ ভ্যাকসিন পায় সেটা নিশ্চিত করি। কিন্তু প্রাপ্ত বয়স্কদেরও ভ্যাকসিনের প্রয়োজনীয়তা রয়েছে। আমার মনে হয়, আপনি যখন প্রাপ্ত বয়স্ক হয়ে ওঠেন তখন এটা ভুলে যান যে, ভ্যাকসিন এখনো সমান জরুরি ও গুরুত্বপূর্ণ।

বেশ কিছু ভ্যাকসিন আছে যেগুলো নিয়মিত নেওয়া উচিত বলে জানান পালমে। তিনি বলেন, প্রাথমিকভাবে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের প্রতি ১০ বছর অন্তর ধনুস্টঙ্কারের টিকি নেওয়া প্রয়োজন। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে না হলেও কোভিডের সময় আমি রুটি তৈরির সময় বা সংস্কারের সময় শরীরের কোথাও কেটে যেতে দেখেছি। ছোট ওই ক্ষতের জন্য চিকিৎসার খুব বেশি প্রয়োজন না হলেও ধনুস্টঙ্কারের টিকা নিয়মিত দেওয়া না থাকলে সেটাই জটিলতা সৃষ্টি করতে পারে।

যাদের বয়স ৫০ বছরের ওপরে তাদেরকে সবার আগে শিঙ্গেলসের ভ্যাকসিনের কথা ভাবতে হবে বলে পরামর্শ দেন তিনি। সুস্থ্য প্রাপ্ত বয়স্ক কানাডিয়ানদের ঝুঁকি কম রাখতে আরও দশটিপ ভ্যাকসিন নিয়মিত গ্রহণের সুপারিশ করেছে কানাডিয়ান ইমিউনাইজেশন গাইড। এগুলো হলোÑডিপথেরিয়া (ধনুস্টঙ্কারের ভ্যাকসিনের সঙ্গেই দেওয়া হয়), হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি), ইনফ্লুয়েঞ্জা, হাম ও মাম্প, মেনিঞ্জোকক্কাল কনজুগেট, পার্টুসিস, নিউমোকক্কাল পলিস্যাকারাইড ২৩-ভ্যালেন্ট, পোলিও, রুবেলা এবং চিকেনপক্স।

- Advertisement -

Related Articles

Latest Articles