3.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

গ্লোবাল মেডিকা বাংলাদেশকে দশ কোটি টাকার মাস্ক পাঠাচ্ছে

গ্লোবাল মেডিকা বাংলাদেশকে দশ কোটি টাকার মাস্ক পাঠাচ্ছে
গ্লোবাল মেডিকা বাংলাদেশকে দশ কোটি টাকার মাস্ক পাঠাচ্ছে

করোনা প্রতিরোধে দশ কোটি টাকা মূল্যের দুই মিলিয়ন মাস্ক বাংলাদেশে পাঠাবে সেবামূলক প্রতিষ্ঠান গ্লোবাল মেডিকা।

কানাডাস্থ বাংলাদেশের হাই কমিশনার ড. খলিলুর রহমান জানান, ছুটির দিনেও এই সংস্হা (Global Medic)র সাথে বাংলাদেশের করোনা পরিস্হিতি নিয়ে আলোচনার সময় তারা PRI-MED ASTM Level 3 Compliant এবং Health Canada কর্তৃক অনুমোদিত ও কানাডার হাসপাতালসমূহে সরবরাহকৃত এবং ব্যবহৃত দশ কোটি টাকা মূল্যের দুই মিলিয়ন মাস্ক অচিরেই বিমান ও জাহাজে করে বাংলাদেশে পাঠাতে সম্মত হয়েছে।

- Advertisement -

হাই কমিশনার খলিলুর রহমান জানান, এর আগেও গ্লোবাল মেডিকা গত ৪ জুন এই অনুদান অটোয়াস্থ বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে প্রায় চার লাখ টাকার Personal Protective Equipment বাংলাদেশের স্বাস্হ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। যে ত্রাণ সামগ্রী ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্হ্যকর্মীরা উপকৃত হবেন।

উল্লেখ্য, টরন্টো্র ইটোবিকোস্থ এই গ্লোবাল মেডিকা আন্তর্জাতিক ভাবে খাদ্য, পানি, পরিবেশ, স্বাস্থ্যসেবা, বাসস্থানের ব্যাপারে সেবামূলক কাজ করে। কোভিড-১৯ তাদের কার্যক্রম আরো গুরুত্ব পেয়েছে।

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles