10.3 C
Toronto
রবিবার, মে ৫, ২০২৪

রোকসানা লেইসের – “আকাশের চিঠি” – তে স্বাগতম

রোকসানা লেইসের - “আকাশের চিঠি” - তে স্বাগতম

শরতের ঝকঝকে এক দিনে ভিনদেশের এক লেখক উৎসবে পরিচয় হয় কবি রোকসানা লেইসের সাথে। তাঁর ধাতব কন্ঠস্বরে রহস্যময় একটা ব্যাপার ছিল, একটি শব্দ শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। কোমল এবং কাঠেরের সমন্বয়ে কুয়াশাঘেরা। লেখক উৎসবে তাঁর কথাগুলো খুব চমতকার লেগেছিল। ইচ্ছে হল তাঁর কাজের সাথে পরিচিত হবার।

- Advertisement -

সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়েও ফেললাম কিছু কবিতা। মুক্তিযুদ্ধ, প্রবাস জীবন এবং দারুন সব রোমাঞ্চকর ভ্রমনকথা।কবি থাকেন বেশ দূরে – সবুজের এবং শুভ্রতার কাছাকাছি, তাই ইচ্ছে থাকলেই ছুটে যাওয়ার জো নেই। তবে একদিন কবি আসলেন। সাথে নিয়ে আসলেন তাঁর “আকাশের চিঠি”। খিদে পেটে কে এফ সির মুরগীর ঠ্যাঙে কামড় দিতে দিতে হলে বাকবিনিময়। সে যে কত কথা – কত গান। বই এর মতই তাঁর জীবনের গল্প- উত্থান পতনের সমন্বয়ে দারুন রোমাঞ্চকর।

নীল- বইটির প্রচ্ছদে নীল- বইটির দেহে ওতপ্রোতভাবে মিশে আছে নীল। বইটির নাম “আকাশের চিঠি”- আকাশ নীল। বইটির প্রধান চরিত্র নীল, লেখিকার মনের অবস্থাও নীল- বেদনার নীল। কানাডার তুষারবিঘ্নিত রাতে ঝাপসা জানালার পাশে একাকী জুবুথুবু হয়ে পড়ার মত একটি বই। পড়তে পড়তে বুকের মাঝে হু হু করে ওঠে। কি এক অসম্পূর্ণতা- অনিশ্চয়তা।

চিঠির তৈরী বই কিংবা বই এর মাঝে চিঠি ২০০৮ সালের সেপ্টেম্বরে শুরু হয় “আকাশের চিঠি”। চলে চারটি বছর ধরে। শেষটা আসে আঠারো বছর পরে। বিরহে আক্রান্ত একজন স্ত্রী- যাকে স্ত্রী না বলে বরং প্রেমিকা বললেই বেশি মানানসই হবে। প্রিয়তমের বিরহরোগে আক্রান্ত, সিক্ত এবং আহত। প্রতিনিয়তই তাঁর ব্যাথার আহাজারি । আমরা তখনও জানি না, কি হয়েছে তাঁর সঙ্গীর? লেখিকা নিজেও জানেন না। তবে তাঁর নীল কষ্টের ব্যাথার উপলব্দ্ধি হয়। অভিমানে গলার কাছে দলা পাকানো কান্না ঠেলে উঠে আসতে চায়। নিজের জীবনের অসমাপ্ত গল্পের কথা মনে পড়ে। আর রাগ হয়- প্রচন্ড রাগ। নীলের ওপরে রাগ। মনে হয় পুরুষ জাতটাই খারাপ- জঘন্য। এমন একজন মানুষকে কেমন করে কষ্ট দিয়ে দূরে কোথাও হারিয়ে যায়?

বিরহ ব্যাথার চিঠাগুলোতে উঠে আসে একাকী শীতল প্রবাস জীবন। শত ব্যাথা সত্বেও জীবিকার তাড়নায় কাজ করা। আর পরক্ষনেই মস্তিষ্কের কর্কট রোগের মত প্রিয়জনের দূরে চলে যাওয়ার বেদনায় অপ্রকৃতিস্থ অবস্থা। কান্না, ক্ষোভ এবং অভিমানে জর্জরিত মনের ভেতরের সব কথা যা লিখে তো ফেলা যায় কিন্তু মুখ ফুটে বলা যায় না। আপন মাকেও না।

বইটিতে উঠে এসেছে উত্তর আমোরিকা তথা কানাডায় বসবাসরত বাঙালি মানুষের জীবনযাত্রার কিছু ছবি। নিসঃঙ্গ মানুষের বিশ্বস্ত সঙ্গী কুকুর উঠে এসেছে কয়েকবার। বলা হয়েছে সাধারন এবং অপরিচিত মানুষের মনুষ্যত্বের নিদর্শন।

বিরহবেদনার চিঠি একসময় সুসংবাদ বয়ে আনে। প্রিয়ার মনে ইঙ্গিত দেয় প্রকৃতি, জানতে পারি সে আছে- বেঁচে আছে- প্রতারক নয় সে, বরং ভাগ্যের নির্মম পরিহাসের শিকার। সহানুভূতি এবং অপরাধবোধে আপ্লুত হয় মন। বিদেশি হৃদয়বান মানুষের সাক্ষাত মেলে। একজন এবং লক্ষ হাজারজন। সামন্য কিছু অমানুষের হিংস্রতার জবাব দিতে হাজার মানুষ তাদের দয়ালু হৃদয় নিয়ে হাজির হয়। তবু হিংস্রতাকে থামিয়ে রাখতে পারে না। এখানেই যুদ্ধ এবং তার ভয়াবহ ফলাফল সামনে এগিয়ে আসে। মানুষ মানুষ হত্যা করে। মানুষ আবার মানুষের জন্য কাঁদে। কি বিচিত্র এক প্রাণী – মানুষ।

পুরো বইটিতেই একাকীত্বের এক সৌরভ মাখানো। একলা থাকার মজা এবং যন্ত্রণা। তবে প্রথম ভাগের একলা থাকার সাথে দ্বিতীয় ভাগের একলা থাকার যাথেষ্ট পার্থক্য রয়েছে। সম্পূর্নতা এবং অসম্পূর্ণতার পার্থক্য। একজন হারিয়ে যাওয়া মানুষের বিরহ বেদনার অমানুষিক যন্ত্রনা এবং একজন মৃত সঙ্গির বেদনাবৃত শোক। দুটোই মানব চরিত্রের বিশেষ দুটি দিক পরিদর্শন করে। বিরহবেদনায় লেখিকা অপ্রকৃতিস্থ হয়েছিলেন- কিন্তু সঙ্গির মৃত্যুশোক তাকে শক্তিশালী করে তুলেছে। তিনি হয়েছেন একজন পরিপূর্ন মা।

আর বলব না। আর বললে আপনারা আর বই পড়তে চাইবেন না। আমার অনুরোধ প্লিজ পড়বেন। বিশেষ করে কানাডা যদি আপনার বাসা হয়, তবে অবশ্যই পড়বেন। হৃদয়বান এই লেখক কবি আমাদের কাছাকাছিই থাকেন। আমাদের নিজস্ব প্রাণের মানুষ। তাই বইটি পড়লে নিজের জীবনের সাথে মিলিয়ে দেখতে পারবেন। বলা যায় না হয়ত একটি চমতকার সম্পর্ক স্থাপন হতেই পারে।

- Advertisement -

Related Articles

Latest Articles