7.7 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ইসলামোফোবিয়া রুখতে মুসলিম অ্যাসোসিয়েশনের উদ্যোগ

ইসলামোফোবিয়া রুখতে মুসলিম অ্যাসোসিয়েশনের উদ্যোগ - the Bengali Times
ইসলাম অ্যাওয়ারনেসসিএ শীর্ষক ওয়েবসাইটটির মাধ্যমে ইসলামোফোবিয়া সম্পর্কে সচেতনতা তৈরিতে অন্টারি সরকারের কাছ থেকে গত জুনে ২ লাখ ২৫ হাজার ডলার অনুদান পেয়েছে মুসলিম অ্যাসোসিয়েশন অব কানাডা

স্কুলে ইসলামোফোবিয়া রুখতে অন্টারিওর শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য নতুন একটি ওয়েবসাইট চালু করেছে অলাভজনক সংস্থা মুসলিম অ্যাসোসিয়েশন অব কানাডা। বৃহস্পতিবার ওয়েবসাইটটি উন্মোচন করা হয়। মুসলিম বিদ্বেষ মোকাবেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য এতে তিনটি কোর্স, চারটি কর্মশালা ও ছয় ঘণ্টার শিক্ষামূলক ভিডিও রাখা হয়েছে।
ওয়েবসাইটটি উন্নয়নকারী অ্যাসোসিয়েশনের দলের একজন সদস্য মেমোনা হোসেন বলেন, স্কুলে ইসলামোফোবিয়া রুখতে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো অবশ্যই প্রয়োজনীয় কাজ। আমাদের বিশ্বাস, এ ধরনের কাজ স্বলমেয়াদের পরিবর্তে দীর্ঘমেয়াদী পরিবর্তন নিয়ে আসবে।

অন্টারিওর লন্ডনে গাড়ি চাপায় একটি মুসলিম পরিবারের চার সদস্য নিহত হওয়ার কয়েক সপ্তাহ পর গত জুলাইয়ে ইসলামোফোবিয়ার ওপর জরুরি সম্মেলন ডাকে ফেডারেল সরকার। সাম্প্রতিক মাসগুলোতে আলবার্টায় হিজাব পরিহিত নারীদের লক্ষ্য করে ঘৃণার বশবর্তী হয়ে হামলার ঘটনা ঘটেছে। টরন্টোর একটি মসজিদে স্বেচ্ছাসেবকের কাজ করা এক ব্যক্তি গত বছরের সেপ্টেম্বরে ছুরিকাঘাতে নিহত হন।

- Advertisement -

ইসলাম অ্যাওয়ারনেস.সিএ শীর্ষক ওয়েবসাইটটির মাধ্যমে ইসলামোফোবিয়া সম্পর্কে সচেতনতা তৈরিতে অন্টারি সরকারের কাছ থেকে গত জুনে ২ লাখ ২৫ হাজার ডলার অনুদান পেয়েছে মুসলিম অ্যাসোসিয়েশন অব কানাডা। অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক শরাফ

শারাফেলদিন এক বিবৃতিতে বলেছেন, এই প্রকল্পের ফলাফল প্রাথমিক ধারণার চেয়ে অনেক বেশি এবং শিক্ষার পরিমন্ডলে ইসলামোফোবিয়ার বিষয়টি মোকাবেলা করতে চান এমন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও যে কারো জন্য এটি সহজেই প্রবেশযোগ্য এবং বাস্তবানুগ।

অনেক মুসলিম শিক্ষার্থী তাদের স্কুল ও কমিউনিটিতে ধারাবাহিকভাবে বৈষম্যের শিকার হচ্ছেন বলে জানান অন্টারিওর শিক্ষামন্ত্রী স্টিফেন লেচি। তিনি বলেন, এ কারণেই আমরা বিনিয়োগ করছি ও কমিউনিটি নেতাদের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলছি। বর্ণবাদ রুখে দিয়ে অন্টারিওর মুসলিম শিক্ষার্থী ও পরিবারগুলোকে ভালো সহায়তা দিতে কাজ করে যাচ্ছেন কমিউনিটি নেতারা।

প্ল্যাটফরমটিতে কাজ করা হোসেন বলেন, ওয়েবসাইটটি নিয়ে আমরা ভালো সাড়া পাচ্ছি। অনেকেই শ্রেণিকক্ষে এটি ব্যবহার করার আগ্রহ প্রকাশ করেছেন, যাতে করে তারা তাদের সহকর্মীদের সঙ্গে তা শেয়ার করতে পারেন।

প্ল্যাটফরমটিতে যারা তাদের মতামত দিয়েছে, পিল ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড তাদের অন্যতম। বোর্ড বলেছে, তারা ইসলামোফোবিয়া বিরোধী কৌশল প্রণয়ন করছে, যার আওতায় সব কর্মীকে এ ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles