10.8 C
Toronto
বুধবার, মে ৮, ২০২৪

কানাডার বিমানবন্দরগুলোতে বিশৃঙ্খলা

কানাডার বিমানবন্দরগুলোতে বিশৃঙ্খলা - the Bengali Times
টরন্টো পিয়ারসন এয়ারপোর্ট

ভ্রমণকারীদের জন্য কোভিড-১৯ পরীক্ষার নিয়মে পরিবর্তন এনেছে সরকার। এ ব্যাপারে আরও নির্দেশনা চাইছে বিমানবন্দরগুলো। এর ফলে বিমানবন্দরগুলোতে দ্বিধাদ্বন্দ্ব ও বিশৃঙ্খলা দানা বাঁধতে শুরু করেছে।

নতুন ওমিক্রম ভ্যারিয়েন্ট বিশ^ব্যাপী স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক বাণী উচ্চারণ করার পরিপ্রেক্ষিতে সপ্তাহের গোড়ার দিকে নতুন ঘোষণা দেয় অটোয়া। তাতে যুক্তরাষ্ট্র ছাড়া বিশে^র যেকোনো দেশ থেকে আকাশপথের যাত্রীরা কানাডায় প্রবেশের পর তাদের কোভিড পরীক্ষার পর ফলাফল না পাওয়া পর্যন্ত আইসোলেশনে থাকতে বলা হয়েছে। যারা উভয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন তাদের ক্ষেত্রেও নিয়মটি প্রযোজ্য ধরা হয়েছে। যদিও কবে নাগাদ পরীক্ষা শুরু হবে সে সংক্রান্ত খুটিনাটি খুব সামান্যই জানানো হয়েছে।

- Advertisement -

২৫ বছর বয়সী ডিজে জিওভানি ট্যাবোয়লিলসন বলছিলেন, জামাইকা থেকে বৃহস্পতিবার এডমন্টন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কি করবেন তিনি কিছু বুঝে উঠতে পারছিলেন না। বিমানবন্দর কর্মকর্তারা তাকে কেবল জানান মধ্যরাত থেকেই নতুন নিয়ম কার্যকর হচ্ছে। এরপর তিনি টরন্টোর একটি পরীক্ষা কেন্দ্র নির্বাচন করেন এবং তিন দিনের মধ্যে ফলাফল দেওয়া হবে বলে তাকে জানানো হয়। তারা আমার পাসপোর্টে একটি সিল মেরে আমাকে যাওয়ার অনুমতি দেন। এর কোনো মানে হয় না।

উভয় ডোজ ভ্যাকসিন নেওয়া ট্যাবোয়লিলসন উড়োজাহাজে আরোহনের আগে জ্যামাইকাতে যে কোভিড পরীক্ষা করিয়েছিলন তাতে নেগেটিভ হয়েছিলেন। এডমন্টন বিমানবন্দরে অবতরণের পর তাকে আবার কোভিড পরীক্ষা করা বা আইসোলেশনে থাকার ব্যাপারে সে সময় কিছু বলা হয়নি।

টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর টুইটারে যাত্রীদের উদ্দেশে জানিয়েছে, নতুন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে এখনও অপেক্ষা করছে তারা। এক যাত্রীর প্রশ্নের জবাবে বিমানবন্দরের পক্ষ থেকে বলা হয়েছে, ফেডারেল সরকারের পক্ষ থেকে এ বাধ্যবাধকতা এখনও আনুষ্ঠানিকভাবে জারি করা হয়নি। কখন ও কিভাবে এটি কার্যকর হবে সে সম্পর্কিত তথ্যের জন্য আমরা অপেক্ষা করছি।
এডমন্টন বিমানবন্দরের একজন মুখপাত্র বলেন, আমাদের কর্মীরা পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছেন। যত দ্রুত সম্ভব যাত্রীদের পরীক্ষার আওতায় আনার কাজ মন্ত্রণালয়ই করছে। কবে থেকে পরীক্ষা কার্যক্রর শুরু হবে, সে ব্যাপারে পূর্ব নির্ধারিত তারিখ নেই। তবে আগামী কয়েকদিনের মধ্যে এটি শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

লস অ্যাঞ্জেলেস থেকে এডমন্টন ভ্রমণ করছিলেন লুমিটুরিগ হিজরুল্লাহ। সরকারের তরফ থেকে নিয়ম কানুনে পরিবর্তন ও অস্পষ্ট নির্দেশনায় তিনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন। ফেরার পর কি করতে হবে তিনি সেটা বুঝতে পারছেন না। তিনি হতাশ। কারণ, তিনি জানেন না, সপ্তাহখানেকের মধ্যে ফেরার পর তাকে ঠিক কি করতে হবে। এমনটা হবে আগে থেকেই তা জানতে পারলে ভ্রমণ বাতিল করতেন তিনি।

দ্য কানাডিয়ান প্রেস জানায়, ২০২০ সালের হেমন্ত থেকেই যাত্রীদের কোভিড পরীক্ষা করা হচ্ছে বলে জানান ক্যালগেরি আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র ক্রিস্টা আউলেটা। তিনি বলেন, বুধবারের ঘোষণা অনুযায়ী নতুন নিয়ম কানুন পরিপালনে আমাদের চার অংশীদারের সঙ্গে আমরা কাজ শুরু করে দিয়েছি। তবে অমীমাংসিত কিছু প্রশ্নের উত্তর পেতে ফেডারেল কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত নির্দেশিকার দিকে তাকিয়ে আছি আমরা।

- Advertisement -

Related Articles

Latest Articles