7.3 C
Toronto
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

গভর্নর জেনারেলের নেটওয়ার্ক হ্যাকড

গভর্নর জেনারেলের নেটওয়ার্ক হ্যাকড - the Bengali Times
গভর্নর জেনারেল মেরি সিমোন

গভর্নর জেনারেল মেরি সিমোনের অফিসের অভ্যন্তরীণ নেটওয়ার্ক হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে তার কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, বিষয়টি নিয়ে তার বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে। সেই সঙ্গে প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ক আরও উন্নয়নে চেষ্টা করছে। তবে হ্যাকিংয়ের ধরনটি নিয়ে এখনও তদন্ত চলছে।

- Advertisement -

কানাডিয়ান সেন্টার ফর সাইবার সিকিউরিটি তদন্ত পরিচালনা করছে। গভর্নর জেনারেলের কার্যালয় থেকে বলা হয়েছে, নেটওয়ার্ক শক্তিশালীকরণে তড়িত উদ্যোগ নিয়েছে তারা। কার্যালয়ে কাজ করা ও কার্যালয়ের সঙ্গে যোগাযোগকারী সবার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা তাদের প্রধান অগ্রাধিকার।

প্রাইভেসি কমিশনারের কার্যালয়কেও হ্যাকিংয়ের বিষয়টি অবহিত করা হয়েছে। প্রাইভেসি কমিশনারের মুখপাত্র ভিটো পিলেইসি বৃহস্পতিবার এক ইমেইল বার্তায় বলেন, গভর্নর জেনারেলের কার্যালয়ের ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। কারণ, এটা প্রাইভেসি অ্যাক্টের আওতাধীন নয়। তারপরও গভর্নর জেনারেলের কার্যালয়ের সঙ্গে সম্পৃক্ত হওয়ার এবং কোনো ধরনের সহায়তা ও পরামর্শ দেওয়ার সুযোগ পেলে আমরা তাকে স্বাগত জানাবো।

- Advertisement -

Related Articles

Latest Articles