1.6 C
Toronto
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ভ্যাকসিন সনদ ব্যবস্থা চালুর কথা ঘোষণা

ভ্যাকসিন সনদ ব্যবস্থা চালুর কথা ঘোষণা
সরকারি নির্দেশিকার অবর্তমানে সহায়তা করাই এর উদ্দেশ্য

অন্টারিওতে ১২ বছর ও তার বেশি বয়সী ৮২ শতাংশ নাগরিক এক ডোজ ভ্যাকসিন পেয়েছেন। উভয় ডোজ ভ্যাকসিন পেয়েছেন এখন পর্যন্ত ৭৫ শতাংশ অন্টারিওবাসী। অন্টারিওর জনস্বাস্থ্য বিভাগের চিফ মেডিকেল অফিসার ডা. কিয়েরান মুর প্রদেশে ভ্যাকসিন গ্রহণের হার হ্রাস ও দৈনিক সংক্রমণ বেড়ে যাওয়ার তথ্য দিয়েছেন। এদিকে অন্যান্য প্রদেশ ভ্যাকসিন সনদ ব্যবস্থা চালুর কথা ঘোষণা করেছে। ব্রিটিশ কলাম্বিয়া সোমবার জানিয়েছে, রেস্তোরাঁ, ক্লাব, টিকিট কেটে ক্রীড়ানুষ্ঠান ও সংগঠিত জমায়েতে যোগ দিতে হলে নাগরিকদের ভ্যাকসিন কার্ড থাকতে হবে। এছাড়া কুইবেকে বার ও রেস্তোরাঁর মতো অনাবশ্যক সেবা পেতে হলে ১ সেপ্টেম্বর থেকে উভয় ডোজ ভ্যাকসিন গ্রহণের পক্ষে প্রমাণপত্র প্রদর্শন করতে হবে।

যেসব বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান কোভিড-১৯ ভ্যাকসিন সনদ প্রটোকল তৈরির কথা ভাবছে তাদের জন্য একটি ফ্রেমওয়ার্ক প্রকাশ করেছে অন্টারিওর চেম্বার অব কমার্স। সরকারি নির্দেশিকার অবর্তমানে সহায়তা করাই এর উদ্দেশ্য বলে চেম্বারের পক্ষ থেকে বলা হয়েছে।

- Advertisement -

প্রদেশের ১৫০টির বেশি চেম্বার অব কমার্স ও ট্রেড বোর্ডের প্রতিনিধিত্বকারী সংগঠনটি বলছে, ভ্যাকসিন প্রমাণপত্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিরাপদে খুলতে ও আরেকটি লকডাউনের ঝুঁকি কমিয়ে আনতে ভূমিকা রাখবে।

চেম্বার অব কমার্সের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য পাঁচটি নীতির কবথা উল্লেখ করা হয়েছে। ভ্যাকসিনেশনের তথ্য জানতে যতটা সম্ভব কম আগ্রাসী আচরণ করা এবং মানবাধিকারের বিষয়টি বিবেচনায় রাখা এর মধ্যে অন্যতম।

সরকারি খাতের বেশ কিছু প্রতিষ্ঠান সম্প্রতি কর্মীদের ভ্যাকসিন সনদ প্রদর্শন করতে হবে বলে ঘোষণা করেছে। একই সঙ্গে বেশ কিছু সংগঠনম ইউনিয়ন ও অ্যাডভোকেসি গ্রুপ প্রদেশজুড়ে ভ্যাকসিন সনদ ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে। উচ্চ সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের কারণেই এই দাবি তোলা হয়েছে।

তবে প্রিমিয়ার ডগ ফোর্ড প্রদেশব্যাপী ভ্যাকসিন সনদ ব্যবস্থার বিরোধিতা করে আসছেন। স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিন এলিয়টের একজন মুখপাত্র মঙ্গলবার বলেন, প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়ার পরই কেবল ভ্যাকসিনেশনের প্রমাণপত্র দেওয়া হবে। আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে ফেডারেল সরকার ভ্যাকসিন পাসপোর্টের যে পরিকল্পনা করছে তা ব্যবসা প্রতিষ্ঠানগুলো অভ্যন্তরীণ প্রয়োজনে ব্যবহার করতে পারবে।

- Advertisement -

Related Articles

Latest Articles