7.7 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

৪৩ শতাংশ কানাডিয়ানের সমর্থন লিবারেল পার্টির প্রতি

৪৩ শতাংশ কানাডিয়ানের সমর্থন লিবারেল পার্টির প্রতি
লিবারেল পার্টি এগিয়ে নির্বাচনী প্রচারণায় ট্রুডো

আগামী নির্বাচনে লিবারেলদের প্রতি সবচেয়ে বেশি সমর্থন রয়েছে টরন্টোতে ৪৯ দশমিক ৯ শতাংশ। ইয়র্ক রিজিয়নে তাদের প্রতি সমর্থন জানিয়েছেন ৪৯ শতাংশ ভোটার। অন্যদিকে কনজার্ভেটিভ পার্টির প্রতি ডাফেরিনে ৪৮ দশমিক ২ এবং এরিন ও’টুলের নিজ শহর ডারহাম রিজিয়নে ৩৯ দশমিক ৬ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। এনডিপি সবচেয়ে বেশি সমর্থন পাচ্ছে হ্যামিল্টনে ২৫ দশমিক ১ শতাংশ। এখানে লিবারেল পার্টির পর সবচেয়ে বেশি সমর্থন তাদের প্রতি। জরিপে অংশগ্রহণকারী ৯ শতাংশ ভোটার কাকে ভোট দেবেন তা এখনও বুঝে উঠতে পারেননি। নির্বাচনী প্রচারণা দ্বিতীয় সপ্তাহে নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে গ্রেটার টরন্টো এরিয়াতে (জিটিএ) লিবারেল পার্টির দুই অংকের ব্যবধানে এগিয়ে থাকার ইঙ্গিত মিলেছে। মেইনস্ট্রিট রিসিার্চ ৫৩২ জন প্রাপ্ত বয়স্ক নাগরিকের ওপর ১৮ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত ফোনে জরিপটি পরিচালনা করে।

জরিপে অংশগ্রহণকারীদের ৪৩ শতাংশ জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টির প্রতি সমর্থনের কথা ব্যক্ত করেছেন। এরিন ও’টুল নেতৃত্বাধীন কনজার্ভেটিভ পার্টির প্রতি সমর্থন জানিয়েছেন ২৯ শতাংশ ভোটার। তৃতীয় স্থানে থাকা এনডিপির প্রতি আনুগত্যের কথা জানিয়েছেন ২০ শতাংশ ভোটার। অন্য দলগুলোর মধ্যে পিপল’স পার্টি অব কানাডা ও গ্রিন পার্টির প্রতি যথাক্রমে ৫ ও ৩ শতাংশ ভোটার তাদের সমর্থন জানিয়েছেন।

- Advertisement -

মেইনস্ট্রিটের জরিপ অনুযায়ী, জিটিএর মধ্যে সবচেয়ে বেশি প্রতিযোগিতা হতে পারে ডারহাম রিজিয়নে। এখানে জনমত জরিপে লিবারেলদের চেয়ে এগিয়ে আছে কনজার্ভেটিভরা। ডারহাম রিজিয়নে কনজার্ভেটিভ পার্টির প্রতি সমর্থন জানিয়েছেন ৩৯ দশমিক ৬ ও লিবারেল পার্টির প্রতি ৩৮ দশমিক ৬ শতাংশ ভোটার। এছাড়া পিল রিজিয়নে লিবারেল পার্টি এগিয়ে থাকলেও খুব বড় ব্যবধানে নয়।

- Advertisement -

Related Articles

Latest Articles