17.9 C
Toronto
বৃহস্পতিবার, মে ২, ২০২৪

কেন ‘ইচ্ছামৃত্যু’ বেছে নিচ্ছেন সুস্থ দেহের এই ডাচ নারী

কেন ‘ইচ্ছামৃত্যু’ বেছে নিচ্ছেন সুস্থ দেহের এই ডাচ নারী
যোরাইয়া টার বিক

নেদারল্যান্ডসের ২৮ বছর বয়সী নারী যোরাইয়া টার বিক। তিনি বহু বছর ধরে অটিজম, ডিপ্রেশন আর বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগেছেন। এসব সমস্যার থাকার কারণে নিজের আবেগ ও তা প্রকাশের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই তার।

এতে তিনি নিজে ও তার আপনজনরা সবসময় নানা রকমের ক্ষতির ঝুঁকিতে থাকেন। তাই শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকা স্বত্বেও এই মানসিক কষ্ট তার জীবনকে দুর্বিষহ করে তুলেছে।

- Advertisement -

চিকিৎসক ও বিশেষজ্ঞরা জানান, তার মানসিক যন্ত্রণা উপশম করা আর মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটানোর জন্য আর কিছুই করার নেই। এরপর যোরাইয়া ইচ্ছামৃত্যুর সিদ্ধান্ত নেন। এই বছরের মে মাসে তিনি ইচ্ছামৃত্যু হওয়ার শিডিউল ঠিক করেছেন সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে।
জানা যায়, ইচ্ছামৃত্যুর স্থান, কে সঙ্গে থাকবেন ইত্যাদি ঠিক করে ফেলেছেন এই ডাচ তরুণী।

- Advertisement -

Related Articles

Latest Articles