10.8 C
Toronto
রবিবার, মে ৫, ২০২৪

‘চিত্রকরের সুভা’

‘চিত্রকরের সুভা'

বরেণ্য শিল্পী হাশেম খান ২০২৪ বইমেলায় প্রকাশিত নতুন বই ‘চিত্রকরের সুভা’’ আমাকে উৎসর্গ করেছেন। এক দুপুরে তিনি ফোনে বল্লেন দেখোতো উৎসর্গের জন্যে লেখাটি ঠিক আছে কিনা? ‘ চিত্রকলার জগতে যিনি উজ্জ্বল এক ব্যক্তিত্ব একই সঙ্গে সাহিত্য জগতেও যার বিচরণ দীপ্ত’ আমি বল্লাম ভালোইতো! কাকে উৎসর্গ করবেন?

- Advertisement -

আরো পরে বইমেলা প্রায় শেষের দিকে। আবার তিনি ফোন বল্লেন – মেলায় গেলে অনন্যা থেকে একটা বই নিয়ে নিও মুনিরকে বলা আছে।

যেদিন গেলাম অনন্যা প্যাভিলিয়নে মুনির ভাই ভাবী সহ আছেন। দেখেই বল্লেন – আসেন,আসেন শিল্পী বরণ্য শিল্পী হাশেম খান আপনাকে তার নতুন বই ‘চিত্রকরের সুভা’ উৎসর্গ করেছেন। বইটি হাতে নিয়ে পাতা উল্টাতে অবাক হয়ে দেখি একি সত্যি! বাংলাদেশের আপামর জনগণ ছোট বড় সবাই শিল্পী বলতে যে নাম বোঝে যে চেহারা তাদের চোখে ভাঁসে ওঠে। যিনি আমার সারা জীবন মাথায় হাতের ছায়া দিয়ে এসেছেন তিনি কিনা তার বই আমাকে উৎস্রগ করলেন। খুব ইচ্ছা করছিলো তিনি সামনে থাকলে তাঁর পা ছুইয়ে সালাম কিংবা প্রণাম করি।

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles