10.1 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

মে মাসে কানাডার প্রবৃদ্ধি ০.৩%

মে মাসে কানাডার প্রবৃদ্ধি ০.৩%
আরবিসির অর্থনীতিবিদ ক্লেয়ার ফ্যান এক নোটে লিখেছেন দ্বিতীয় প্রান্তিকে অর্থনীতি স্থিতিস্থাপক রয়েছে তবে প্রবৃদ্ধি দুর্বল হতে শুরু করেছে জুনে পাইকারী বিক্রি ইতিহাসের সর্বোচ্চ হ্রাস পেয়েছে

দাবানলের কারণে তেল ও গ্যাসের উৎপাদন কমা সত্ত্বেও মে মাসে কানাডার অর্থনীতি দশমিক ৩ শতাংশ সম্প্রসারিত হয়েছে। তবে জুনে প্রবৃদ্ধির গতি শ্লথ হতে পারে বলে জানিয়েছে স্ট্যাটিস্টিকস কানাডা।

সর্বশেষ প্রতিবেদনে স্ট্যাটিস্টিকস কানাডা জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি হয়ে বার্ষিক এক শতাংশ।
মে মাসের প্রবৃদ্ধি সংস্থার পূর্বাভাসের তুলনায় কিছুটা কম হয়েছে। এর কারণ, রেকর্ড দাবানলের কারণে আলবার্টার তেল ও গ্যাস কোম্পানিগুলো তাদের কার্যক্রম কমিয়ে এনেছিল। মে মাসে জ্বালানি খাতের উৎপাদন ২ দশমিক ১ শতাংশ হ্রাস পেয়েছে। গত পাঁচ মাসের মধ্যে খাতটিতে এটাই প্রথম উৎপাদন হ্রাস এবং ২০২০ সালে আগস্টের পর থেকে সর্বোচ্চ পতন।

- Advertisement -

মে মাসের প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে মূলত সরকারি খাতের ঘুরে দাঁড়ানো। কারণ, অধিকাংশ সরকারি কর্মী ধর্মঘট শেষে এপ্রিলের শেষ দিকে কাজে ফিরেছেন। যদিও কানাডা রেভিনিউ এজেন্সির ৩৫ হাজার কর্মী মে মাসের প্রথম তিনদিনও ধর্মঘটে ছিলেন, যা ঘুরে দাঁড়ানোর গতিকে কমিয়ে দিয়েছে।

আরবিসির অর্থনীতিবিদ ক্লেয়ার ফ্যান এক নোটে লিখেছেন, দ্বিতীয় প্রান্তিকে অর্থনীতি স্থিতিস্থাপক রয়েছে। তবে প্রবৃদ্ধি দুর্বল হতে শুরু করেছে। জুনে পাইকারী বিক্রি ইতিহাসের সর্বোচ্চ হ্রাস পেয়েছে। ভোক্তা চাহিদায় যে স্থিতিস্থাপকতা আমরা দেখছি তাকে উপেক্ষা করার উপায় নেই। তবে সেবা খাতের ব্যয় কমার ইঙ্গিত দেখা যাচ্ছে। খাদ্য ও পানীয়র বিক্রি জানুয়ারির সময়কার নিচে রয়েছে বলে মনে হচ্ছে।
স্ট্যাটিস্টিকস কানাডা তার প্রাথমিক হিসাবে জুনের অর্থনৈতিক প্রবৃদ্ধি দশমিক ২ শতাংশ হতে পারে বলে জানিয়েছে। এই সময়ে প্রবৃদ্ধি হ্রাসরে কারণ মূলত পাইকারী বিক্রি ও উৎপাদন খাতের দুর্বল অবস্থা।

- Advertisement -

Related Articles

Latest Articles