8.2 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

হ্যামিল্টন হারবারে মিশেছে ৫৯ মিলিয়ন লিটার বর্জ্য

হ্যামিল্টন হারবারে মিশেছে ৫৯ মিলিয়ন লিটার বর্জ্য
গত ২৬ বছরে হ্যামিল্টন হারবারে ৫ কোটি ৯০ লাখ লিটার বর্জ্য মিশেছে

গত ২৬ বছরে হ্যামিল্টন হারবারে ৫ কোটি ৯০ লাখ লিটার বর্জ্য মিশেছে। সাম্প্রতিক খুঁজে পাওয়া এক লিকের কারণেই এই বর্জ্য মিশেছে।

বর্জ্য নিষ্কাশন পাইপ পরিদর্শনে গত ৯ জানুয়ারি এই লিকের সন্ধান পাওয়া যায়। সিটি অব হ্যামিল্টন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফুটো হয়ে যাওয়া পাইপলাইনের সঙ্গে সংযুক্ত রাদারফোর্ড এভিনিউয়ের ১১টি বাড়ির পানি ব্যবহারের উপাত্তের ভিত্তিতে এই পরিমাণ নির্ধারণ করা হয়েছে। ১১ জানুয়ারি পাইপলাইনের মেরামতকাজ সম্পন্ন হয়েছে। এতে ব্যয় হয়েছে ৩৭ হাজার ৫০০ ডলারের বেশি।

- Advertisement -

ওয়েন্টওয়ার্থ স্ট্রিট নর্থ ও বার্লিংটন স্ট্রিট ইস্টের কোনায় ২০২২ সালের নভেম্বরে পৃথক একটি লিক সনাক্ত হওয়ার পর এই পরিদর্শন শুরু হয়। ১৯৯৬ সাল থেকে লিকটি থাকলেও তা সনাক্ত হয়নি।

কর্মকর্তারা বলছেন, কম্বাইন্ড সিউয়েজ পাইপেও একটি গর্ত ছিল, যার ফলে ৫০টি বা তার বেশি বাড়ির বর্জ্য হারবারে গিয়ে মিশেছে।
প্রায় ৩৩ কোটি ৭০ লাখ লিটার বর্জ্য পাইপলাইনের ছিদ্র দিয়ে বেরিয়েছে এবং তা মেরামতে ব্যয় হয়েছে ২৯ হাজার ৮০০ ডলার। সিটি কর্তৃপক্ষ পুরো বিষয়টি নিয়ে পরিবেশ মন্ত্রণালয় এবং কনজার্ভেশন অ্যান্ড পার্কস’ স্পিলস’ অ্যাকশন সেন্টারের সঙ্গে যোগাযোগ রক্ষ করে চলেছে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles