18.2 C
Toronto
মঙ্গলবার, অক্টোবর 3, 2023

অশোভনের অভিযোগে এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ

অশোভনের অভিযোগে এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ
ফাইল ছবি

নগরীর ওয়েস্ট এন্ডে এক নারীর সামনে নিজেকে অনাবৃত করা এক ব্যক্তির পরিচয় সনাক্তে জনগণের সহায়তা চেয়েছে টরন্টো পুলিশ।

পুলিশ বলছে, ডাপট স্ট্রিট ও এডউন এভিনিউয়ে এক নারী জগিং করছিলেন। ঠিক সেই সময় এক ব্যক্তি একটি বাস থেকে নেমে এসে সামনেই নিজেকে অনাবৃত করেন। এরপর ওই ব্যক্তি তাঁর দিকে কয়েক কদম এগিয়ে গেলে ওই নারী দৌড়ে পালিয়ে যান।

- Advertisement -

এরপর পুলিশ সন্দেহভাজনের একটি ছবি প্রকাশ করে। ৩০ বছর বয়সী মাঝারি গড়নের ওই ব্যক্তির উচ্চতা ৬ ফুট। তামাটে ত্বকের ওই ব্যক্তির মুখে কালো দাড়ি আছে। শেষবার তাকে যখন দেখা যায়, তখন তার গায়ে ছিল শর্ট শ্লিভের নীল রঙের জেস জার্সি ও কালো শর্টস। কারও কাছে এ ব্যাপারে কোনো তথ্য থাকলে ৪১৬-৮০৮-১১০০ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে পুলিশ।

- Advertisement -

Related Articles

Latest Articles