6.8 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ডনটন ক্রিক এরিয়া থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ

ডনটন ক্রিক এরিয়া থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ
ফাইল ছবি

জীবনহানীর আশঙ্কার কারণে ইলেক্টোরাল এরিয়া বি (ডনটন ক্রিক এরিয়া) থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্কুয়ামিশ-লিলুয়েট রিজিয়নাল ডিস্ট্রিক্ট (এসএলআরডি)।

ডনটন ক্রিক এফএসআরে দাবানলের কারণে এই নির্দেশ জারি করা হয়েছে। ব্রিটিশ কলাম্বিয়ার ওয়াইল্ডফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, লিলুয়েটের ১৮ কিলোমিটার দক্ষিণপশ্চিমে জ¦লছে। আরসিএমপি এই নির্দেশ বাস্তবায়ন করছে এবং এলাকাটি এরইমধ্যে খালি করা হয়েছে।

- Advertisement -

২০০ হেক্টর এলাকাজুড়ে দাবানল দেখা দিয়েছে এবং তা নিয়ন্ত্রণের বাইরে রয়েছে বলে জানিয়েছেন ওয়াইল্ডফায়ার কর্মকর্তারা। ইলেক্টোরাল এরিয়া বির দুইটি বাড়ি ডিস্ট্রিক্ট লট ৪৩৫৯ এবং ডিস্ট্রিক্ট লট ৪৩৬০ এর লট ২ এর জন্য খালি করার সতর্কতা দিয়েছে রিজিয়নাল ডিস্ট্রিক্ট।

তবে এই মুহূর্তে কোনো অবকাঠামো হুমকিতে নেই বলে ওয়াইল্ডফায়ার কর্মকর্তারা নিশ্চিত করেছেন। তবে বিষয়টি পর্যালোচরা দরকার রয়েছে এবং ১১ জন কর্মকর্তা কাজটি করছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles