10.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

চিকিৎসকদের মানসিক স্বাস্থ্যের অবনতি

চিকিৎসকদের মানসিক স্বাস্থ্যের অবনতি
<br >ছবিকানাডিয়ান মেডিক্যাল এসোসিয়েশন

কানাডাজুড়ে চিকিৎসকদের অবস্থার অবনিত ঘটেছে। অনেকেই কোভিড-১৯ মহামারি পূর্ববর্তী সময়ের চেয়ে মানসিক স্বাস্থ্য খারাপ হয়েছে বলে জানিয়েছেন। কানাডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের চিকিৎসকদের মানসিক স্বাস্থ্য নিয়ে পরিচালিত এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

সমীক্ষায় অংশ নেওয়া ৫৩ শতাংশ বার্নআইটের উপসর্গের কথা জানিয়েছে। এ হার ২০১৭ সালে পরিচালিত সমীক্ষার তুলনায় ১ দশমিক ৭ গুন বেশি।

- Advertisement -

সমীক্ষায় অংশ নেওয়া এক-চতুর্থাংশ চিকিৎসক মোটামুটি মাত্রায় উদ্বেগে থাকার কথা জানিয়েছেন। ডিপ্রেশনে ভুগছেন বলে জানিয়েছেন সমীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক চিকিৎসক। আগামী দুই বছরে চিকিৎসা দেওয়ার সময় কমিয়ে আনতে হবে বা পরিবর্তন করতে হবে বলে জানিয়েছেন সমীক্ষা অংশগ্রহণকারী ৪৯ শতাংশ চিকিৎসক।

অংশগ্রহণকারীদের প্রতিক্রিয়া স্বাস্থ্য সেবা ব্যবস্থার বর্তমান অবস্থারই প্রতিচ্ছবি। কোভিড-১৯ মহামারি চিকিৎসকদের অনেক চ্যালেঞ্জ খারাপ পরিস্থিতির দিকে নিয়ে গেছে, কয়েক বছর ধরে যা তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। বার্নআউট কমাতে তারা পূর্ণকালীন চিকিৎসা প্রদান থেকে সরে আসছেন, ভিন্ন কিছু করছেন।

২০২১ সালের ১৩ অক্টোবর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে সমীক্ষাটি চালানো হয়। মোট ৪ হাজার ১২১ জন চিকিৎসক এতে অংশ নেন।

পেশায় অ্যানেসথিওলজিস্ট লাফোনটেইন বলেন, চিকিৎসকদের মধ্যে প্রতিরোধ ক্ষমতা রয়েছে। কিন্তু যে চাপ তাদের মোকাবেলা করতে হচ্ছে তার মাত্রা অনেক বেশি।

সমীক্ষার ফল বলছে, ৩৬ শতাংশ চিকিৎসক জীবনের কোনো এক মুহূর্তে আত্মহত্যার কথা চিন্তা করেছিলেন। ২০১৭ সালের সমীক্ষায় এ হার ছিল যেখানে ১৮ শতাংশ। সব সময় বা প্রায় কর্মক্ষেত্রে অবশাদগ্রস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন সমীক্ষায় অংশ নেওয়া ৫৭ শতাংশ চিকিৎসক। ভালো ঘুম হওয়ার কথা জানিয়েছেন মাত্র ৩৬ শতাংশ চিকিৎসক।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

 

- Advertisement -

Related Articles

Latest Articles