8.2 C
Toronto
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

পার্লামেন্ট হিলে ফেসিয়াল রিকগনিশন টুল অবৈধ

পার্লামেন্ট হিলে ফেসিয়াল রিকগনিশন টুল অবৈধ
ফাইল ছবি

পার্লামেন্ট হিলে নিরাপত্তা ব্যবস্থা হিসেবে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি আইনগত, গোপনীয়তা ও মানবাধিকারে ঝুঁকি তৈরি করবে বলে পার্লামেন্টারি প্রোটেক্টিভ ইউনিটের জন্য তৈরি এক গবেষণায় উল্লেখ করা হয়েছে। তাই এটা অবৈধ হতে পারে বলেও গবেষণা প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তিটি একজন ব্যক্তির গতিবিধি, পরিচিতির ওপর নজরদারি করতে পারে এবং এর ফলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এমনকি তাকে আটকও করা হতে পারে অথবা রোপূর্বক পার্লামেন্ট প্রাঙ্গণে ঢুকতে না দেওয়া হতে পারে।

- Advertisement -

পার্লামেন্টারি প্রোটেক্টিব সার্ভিসের অনুরোধে টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির লিডারশীপ ল্যাব গত এপ্রিলে প্রতিবেদনটি সম্পন্ন করে। প্রতিবেদন তৈরিতে তহবিলও দিয়েছে পার্লামেন্টারি প্রোটেক্টিভ সার্ভিস। তথ্য সংগ্রহ করা হয়েছে প্রোটেক্টিভ সার্ভিসের সদস্য, আইনজীবী, পন্ডিত এবং ফেসিয়াল রিকগনিশনে দক্ষ ব্যক্তিদের সাক্ষাৎকারের ভিত্তিতে।

পার্লামেন্টারি প্রোটেক্টিভ সার্ভিস বলেছে, ফেসিয়াল রিকগনিশন তারা ব্যবহার করবে না। এমনকি তারা এটা চালুও করবে না।

- Advertisement -

Related Articles

Latest Articles