22 C
Toronto
বুধবার, আগস্ট ১০, ২০২২

বাড়ি বিক্রি করতে হবে বলে মনে করেন ২৫% কানাডিয়ান

- Advertisement -
ছবি/ এ্যানা ওয়ালসে

সুদের হার আরও বাড়লে বাড়ি বিক্রি করতে বাধ্য হবেন বলে জানিয়েছেন এক-চতুর্থাংশ বা ২৫ শতাংশ কানাডিয়ান। ম্যানুলাইফ ব্যাংক অব কানাডার নতুন এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।

১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সমীক্ষাটি চালানো হয়। সমীক্ষায় অংশ নেওয়া ১৮ শতাংশ বাড়ির মালিক বাড়িটি আর রাখতে পারছেন না বলে জানিয়েছেন। সুদের হার বৃদ্ধি তাদের সার্বিক জামানত, ঋণ ও আর্থিক অবস্থার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন প্রতি পাঁচজনের মধ্যে একজন কানাডিয়ান।

মূল্যস্ফীতি বাগে আনার লক্ষ্যে ব্যাংক অব কানাডা সুদের হার বৃদ্ধির পথে রয়েছে। কানাডায় মূল্যস্ফীতির হার এরইমধ্যে ৬ দশমিক ৮ শতাংশে পৌঁছে গেছে, ৩১ বছরের মধ্যে যা সর্বোচ্চ। ১ জুন কেন্দ্রীয় সুদের হার ৫০ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ১ দশিমক ৫ শতাংশে উন্নীত করে।

ম্যানুলাইফের সমীক্ষা অনুযায়ী, স্থানীয় কমিউনিটিতে বাড়ির মালিক হওয়াকে সাশ্রয়ী মনে করেন দুই-তৃতীয়ামং কানাডিয়ান। অধিকন্তু, ঋণগ্রস্ত অর্ধেক কানাডিয়ান বলছেন, ঋণ তাদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে। অস্বাভাবিক ব্যয় ব্যবস্থাপনায় হিমশিম খেতে হচ্ছে বলে জানান সসমীক্ষায় অংশ নেওয়া ৫০ শতাংশ কানাডিয়ান।

 

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles