7.7 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ভুয়া পরিদর্শক সেজে ক্রেডিট কার্ড চুরি

ভুয়া পরিদর্শক সেজে ক্রেডিট কার্ড চুরি
ছবি টরন্টো পুলিশ

লং-টার্ম কেয়ার হোমের পরিদর্শক সেজে এক নারীর বিরুদ্ধে বাসিন্দা ও কর্মীদের ডেবিট ও ক্রেডিট কার্ড চুরির অভিযোগ উঠেছে। সার্ভিলেন্স ক্যামেরায় ধরা পড়া ওই নারীর ছবিও প্রকাশ করেছে পুলিশ।

টরন্টো পুলিশ জানিয়েছে, ৩০ এপ্রিল ওই নারী নর্থ ইয়র্কের একটি লং-টার্ম কেয়ার হোমে প্রবেশ করেন এবং নিজেকে লং-টার্ম কেয়ার হোমের একজন পরিদর্শক পরিচয় দিয়ে দায়িত্বটি পালনের আগ্রহ প্রকাশ করেন। এরপর তিনি লং-টার্ম কেয়ার হোমের চারপাশ ঘুরে একাধিক ডেবিট ও ক্রেডিট কার্ড চুরি করেন।

- Advertisement -

বৃহস্পতিবার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ বলেছে, এরপর তিনি চুরি করা কার্ড দিয়ে পণ্য কিনতে বিভিন্ন দোকানে যান।

তদন্তকারীরা সন্দেহভাজনের যে ছবি প্রকাশ করেছেন তাতে তাকে ক্লিপবোর্ডে খেলতে ও ঘটনার সময় সার্জিক্যাল মাস্ক পরে থাকতে দেখা গেছে। মাঝারি গড়নের ওই নারীর উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি এবং তার চুল সোনালী বর্ণের। সর্বশেষ তাকে দেখা গিয়েচিল কালো জ্যাকেট, কালো শার্ট, কালো প্যান্ট ও কালো জুতা পরিহিত অবস্থায়। ঘটনার বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে ৪১৬-৮০৮-৩১০০ নাম্বারে পুলিশকে ফোন করার অনুরোধ জানানো হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles