9.1 C
Toronto
সোমবার, মে ৬, ২০২৪

পেনাল্টি মিসে মেসির রেকর্ড!

পেনাল্টি মিসে মেসির রেকর্ড! - the Bengali Times
ছবি ফেসবুক থেকে নেওয়া

রেকর্ড আর লিওনেল মেসি যেন সমার্থক। তবে বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে তিনি দেখলেন মুদ্রার উলটো পিঠও। পেনাল্টিতে লজ্জার রেকর্ড গড়েছেন পিএসজির এ আর্জেন্টাইন ফরোয়ার্ড।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পেনাল্টি পায় পিএসজি। সেটা নেন পিএসজির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকার সেই পেনাল্টি ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া।

- Advertisement -

এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ৫টি পেনাল্টি মিস করলেন মেসি। যা আর্সেনালের সাবেক ফুটবলার থিয়েরি অঁরির সর্বোচ্চ পেনাল্টি মিসের রেকর্ডের সমান। মেসির রেকর্ড পেনাল্টি মিসের দিনে ১-০ গোলে জিতেছে পিএসজি।

এ ম্যাচে মূল একাদশে সুযোগ পাননি নেইমার জুনিয়র। দীর্ঘদিন পর ইনজুরি থেকে মাঠে ফেরা এ তারকাকে স্কোয়াডে রেখেছিলেন পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো। মাঝমাঠে রাজত্ব করার জন্য ছিলেন মার্কো ভেরাত্তি।

প্রথমার্ধ শেষে গোলশূন্য ছিল দুদলের ম্যাচটি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষ করলেও দলগত পারফরম্যান্স উপহার দিয়ে ঘরের মাঠে জয়ের প্রত্যয় ছিল প্যারিসিয়ানদের।

ম্যাচের ৬১ মিনিটে কিলিয়ান এমবাপ্পেকে দানি কারভাহাল ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে ভুল করেননি। মেসির নেওয়া সেই শট ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। শুধু পেনাল্টিই না, এ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করছেন বেলজিয়ান এ তারকা। পিএসজির নেওয়া আটটি শটের সাতটিই পরাস্ত করেন তিনি।

আলোচিত এ ম্যাচে মেসির পেনাল্টি মিস বাদে নজর কেড়েছে এমবাপ্পের গতি। দীর্ঘদিন পর যেন স্বরূপে ফিরলেন ফ্রেঞ্চ তারকা। জয়টাও লেখা হলো তার ঢংয়ে। নেইমারের অ্যাসিস্টে যোগ করা সময়ে কিলিয়ান এমবাপ্পের গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্সের ক্লাবটি। গোলটি হয় থিবো কর্তোয়ার পায়ের ফাঁক দিয়ে। ততক্ষণে পিএসজি শিবিরে উচ্ছ্বাসের বন্যা।

- Advertisement -

Related Articles

Latest Articles