11.6 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

সত্যিই পুলিশ আসে কি না, তিন বোতল বিয়ার পান করে হেল্পলাইনে ফোন

সত্যিই পুলিশ আসে কি না, তিন বোতল বিয়ার পান করে হেল্পলাইনে ফোন - the Bengali Times
ছবি সংগৃহীত

মদ্যপান করে অল্পআধার রাস্তা দিয়ে টলতে টলতে হাঁটছিলেন নরেশ কুমার। নেশার ঘোরে হঠাৎই তার খেয়াল হয়, ১১২ হেল্পলাইন নম্বরে ফোন করলে কেমন হয়? হাতের মোবাইল ফোনে ১১২ ডায়াল করলেন। যে এলাকায় দাঁড়িয়ে নরেশ হেল্পলাইন নম্বরে ফোন করেছিলেন, ১৫ মিনিট মধ্যেই সেখানে হাজির পুলিশের একটি ভ্যান। ঘটনাটি ঘটে ভারতে হরিয়ানার পাঁচকুলারে।

রাস্তায় দাঁড়িয়ে থাকা নরেশকে ডাকেন এক পুলিশকর্মী। তাকে প্রশ্ন করা হয়, ‘এখান থেকে একটা ফোন এসেছিল ১১২ নম্বরে। আপনি কি এ বিষয়ে কিছু জানেন?’ নরেশের কথা তখন জড়িয়ে যাচ্ছিল। পুলিশের কথা শুনে তিনি বলেন, ‘হ্যাঁ, আমিই ফোন করেছিলাম।’

- Advertisement -

কেউ বিপদে পড়লে বা কোনো সাহায্যের জন্য ১১২ হেল্পলাইনে ফোন করা হয়। পুলিশকর্মীরা তখন জানতে চান, ‘আপনি কি কোনো বিপদে পড়ছেন? ১১২-তে কেন ফোন করেছিলেন?’

নরেশ তখন পুলিশকে জানান, গ্রামে ফেরার বাস ধরতে পারেননি। তার ওপর সন্ধ্যা হয়ে গিয়েছিল। তাই হেঁটেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। রাস্তা দিয়ে হাঁটার সময় একটি পানশালা দেখতে পান তিনি। তিন বোতল বিয়ার খান। তার পরই একটু নেশা হতেই সাহায্য চেয়ে ১১২ নম্বরে ফোন করেন।

নরেশ বলেন, ‘অনেকেই বলেন জরুরি নম্বরে ফোন করে নাকি সাহায্য পাওয়া যায় না। আমিও তাই পরীক্ষা করছিলাম। দেখতে চাইছিলাম, ১১২ নম্বরে ফোন করলে পুলিশ আসে কি না!’

নরেশের এই কথা যেন পুলিশদের কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। তাই বিষয়টি নিশ্চিত হতে তাকে বেশ কয়েকবার এই প্রশ্নই করেন তারা, কেন তিনি ফোন করেছিলেন? তিনি কি কোনো সমস্যায় পড়েছিলেন কি না? পুলিশ যখন কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না নরেশের কথা, তখন তিনি জানান, মদ্যপান করেই তিনি হেল্পলাইনের পরীক্ষা করছিলেন। যদিও পরে পুলিশ আশ্বস্ত হয় তার কথায়।

- Advertisement -

Related Articles

Latest Articles