
ক্রিকেট বিশ্বের এই সময়ের অন্যতম সেরা তারকা হলেন বিরাট কোহলি। ভারতীয় সাবেক এই অধিনায়ক ২০১৭ সালে বলিউডের খ্যাতিমান নায়িকা আনুশকা শর্মাকে বিয়ে করেন। তারকা এই দম্পত্তির এক কন্যা আর এক পুত্র সন্তান রয়েছে।
বিরাট কোহলি রাজত্ব করছেন ভারতীয় ক্রিকেটে। তার স্ত্রী আনুশকা শর্মা রাজত্ব করছেন বলিউডে। একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করে তারকা খ্যাতি পেয়েছেন আনুশকা।
ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি প্রসঙ্গে বলিউডের সুপারস্টার শাহরুখ খান এক সাক্ষাৎকারে বলেছেন, ‘কোহলির সঙ্গে অনেক সময় কাটিয়েছি। ওকে খুব ভালোবাসি। আমরা এটাও বলি যে, ও আমাদের জামাই। পুরো বলিউডের ‘দামাদ’ তথা জামাই। বাকি ক্রিকেটারদের তুলনায় ওকে অনেক ভালো ভাবে চিনি।’
আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান আরও বলেন, ‘শুধু কোহলিকেই নয়, আনুশকাকেও অনেক দিন ধরে চিনি। অনেক সময় কাটিয়েছি ওদের সঙ্গে। যখন থেকে ওরা প্রেম করছিল তখন থেকে ওদের চিনি। আনুশকার সঙ্গে একটা সিনেমার শুটিং করছিলাম। তখন বিরাট কোহলি দিনের অনেকটা সময় আমাদের সঙ্গে কাটিয়েছে। তখন থেকেই বন্ধুত্ব শুরু হয়েছে।’
গত বছর ইডেন গার্ডেনে সেই নাচ নিয়ে শাহরুখ খান বলেছেন, ‘আমি কোহলিকে ‘পাঠান’ সিনেমার গানের নাচের স্টেপগুলো শিখিয়েছিলাম। ভারতের একটা ম্যাচের সময় ওকে দেখেছিলাম রবীন্দ্র জাদেজার সঙ্গে নাচতে। ওরা আমার সিনেমার গানের স্টেপগুলোই করছিল।’
বলিউড সুপারস্টার আরও বলেন, ‘খুব খারাপ নাচছিল ওরা, দেখে ভালো লাগেনি। আমি ওদের বলেছিলাম, তোমরা দ্রুত স্টেপগুলো শিখে নাও, যাতে পরে বিশ্বকাপ বা অন্য প্রতিযোগিতায় গিয়ে সেটা করে দেখাতে পারো। আমি কোহলিকে বলেছি, যখনই নাচতে ইচ্ছা হবে, আমায় ফোন করো। আমি শিখিয়ে দেব।’