22.1 C
Toronto
সোমবার, মে ২০, ২০২৪

সিপিপি প্রিমিয়ামের স্ফীতি

সিপিপি প্রিমিয়ামের স্ফীতি
কানাডার পেনশন প্ল্যানের সিপিপি আবার বাড়ছে

কানাডার পেনশন প্ল্যানের (সিপিপি) আবার বাড়ছে। এর কারণ, শ্রম বাজারে মহামারির নজিরবিহীন প্রভাব।
বসরকালীন সুবিধা বৃদ্ধির বুহ-বছরব্যাপী পরিকল্পনা পাঁচ বছর আগে ফেডারেল ও প্রাদেশিক সরকার অনুমোদন করে। সিপিপি প্রিমিয়ারের স্ফীতি সেই পরিকল্পনারই অংশ। ২০১৯ সাল থেকেই এ স্ফীতি শুরু হয়েছে।

গত নভেম্বরে কেপিএমজি এক নোটে জানিয়েছিল, ২০২২ সালে নিয়োগদাতা ও কর্মীদের অবদান জনপ্রতি সর্বোচ্চ ৩ হাজার ৪৯৯ ডলারে পৌঁছাবে। ২০২১ সালে এর পরিমাণ ছিল ৩ হাজার ১৬৬ ডলার। স্বকর্মে নিয়োজিতদের সর্বোচ্চ অবদান দাঁড়াবে ৬ হাজার ৯৯৯ ডলার। ২০২১ সালে যার পরিমাণ ছিল ৬ হাজার ৩৩২ ডলার।

- Advertisement -

২০২২ সালে প্রিমিয়ামযোগ্য সর্বোচ্চ আয় দাঁড়াতে পারে ৬৩ হাজার ৭০০ ডলার। ২০২১ সালের সীমার তুলনায় যা ২ হাজার ১০০ ডলার বেশি। তবে প্রকৃত পরিমাণ ৬৪ হাজার ৯০০ ডলারে পৌঁছাতে পারে, ২০২১ সালের তুলনায় যা ৫ দশমিক ৩ শতাংশ বেশি। আর এই বৃদ্ধি গত তিন দশকের মধ্যে সর্বোচ্চ।

এর কারণ মূলত শ্রমবাজারে মহামারির প্রলম্বিত প্রভাব।

- Advertisement -

Related Articles

Latest Articles