2.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

যে কারণে শিশুদের প্রশ্ন নিচ্ছেন গ্রেস ইব্রাহিমা

যে কারণে শিশুদের প্রশ্ন নিচ্ছেন গ্রেস ইব্রাহিমা - the Bengali Times
গ্রেস ইব্রাহিমা

উত্তর না পাওয়া অনেক প্রশ্নের সঙ্গে গ্রেস ইব্রাহিমার বেড়ে ওঠা। নিজ শহর ত্রিনিদাদে থাকাকালে অর্থাৎ শৈশবে তার মনে একটা বার্তা খুব ভালো করেই গেঁথে ছিল এবং তা হলো তাকে দেখা হবে কিন্তু শোনা হবে না।

প্রাপ্ত বয়সে তিনি যুক্তরাজ্যের লন্ডনে পাড়ি জমান এবং তারপর আসেন অন্টারিওতে। ইব্রাহিমা বলেন, আমি প্রতিজ্ঞা করেছিলাম যে একদিন আমি ওই বার্তার কাছে ফিরে যাবো। এখন তিনি শিশুদের জন্য নিরাপদ স্থান তৈরির যে যাত্রা তার সঙ্গে রয়েছেন। শুধু শোনার জন্য নয়, বর্ণবাদ নিয়ে কথাও বলতে চান।

- Advertisement -

ইব্রাহিমা বলেন, আমি এমন অনেক বই পড়েছি যেখানে কালো, বর্ণবাদ এসব নিয়ে লেখা আছে। পড়ে মনে হয় লেখক যেনো শিশুদের সঙ্গে কথা বলছেন। আমার মনে হয় লেখকের কাছে এমন বার্তা আছে যার সঙ্গে শিশুরা যাতে একমত হয় সেটা চান তিনি।

সে কারণেই ইব্রাহিমা তার সম্পর্কে এবং বর্ণবাদ সম্পর্কিত অভিজ্ঞতার বিষয়ে যেকোনো প্রশ্ন নিয়ে শিশুদেরকে তার কাছে আসার অনুমতি দেন। নিজের জীবন থেকে নিয়ে সর্বোচ্চ সততা ও যতœ নিয়ে সেসব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন ইব্রাহিমা।

পরীক্ষামূলক একটি শিক্ষা কর্মসূচির ব্যাপারে সম্প্রতি কেন সেইলিং ওয়াটারলু রিজিয়ন মিউজিয়ামের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলেছেন ইব্রাহিমা। এর আওতায় তিনি শ্রেণিকক্ষে উপস্থিত হন এবং শিক্ষার্থীদের প্রশ্ন করার আহ্বান জানান। ধারণাটি এসেছে ফার্গাসের জে.ডি হোগার্থ পাবলিক স্কুলে ৫/৬ গ্রেডের ক্লাসে থাকাকালে অভিজ্ঞতার ভিত্তিতে। সালটা ছিল ২০২০। অভিজ্ঞতাটি তার তৃতীয় বই ‘হোয়াইট কোয়েশ্চন, ব্ল্যাক আনসারস. হেল্পিং চিলড্রেন টু বি সিন অ্যান্ড হার্ড’এরও।

- Advertisement -

Related Articles

Latest Articles