15 C
Toronto
বুধবার, মে ৮, ২০২৪

আর্ট অব এ্যা ইয়াং নেশন : বাংলাদেশ

আর্ট অব এ্যা ইয়াং নেশন : বাংলাদেশ - the Bengali Times
ফাইল ছবি

আর মাত্র ১মাস ১২ দিন বাকি। নতুন বছর ২০২২ এর ১২ জানুয়ারী শেষ হবে দেশের বাইরে এই প্রথম বাংলাদেশি ৩৮ জন শিল্পীর ৫০টি ছবি নিয়ে Art Gallery of Mississauga আয়োজিত স্বাধীনতার৫০ উপলক্ষ্যে যৌথ প্রদর্শনী Art of a Young Nation:Bangladesh. আপনার নতুুন প্রজন্মকে সাথে নিয়ে দেখতে আসুন।

তাদের অতি কাছ থেকে দেখান শিল্পাচার্য জয়নুল আবেদিন, অলৌকিক ক্ষমতার শিল্পী এস এম সুলতান, রশীদ চৌধুরী, দেবদাস চক্রবর্তী,মুর্তাজা বশীর,,মোহাম্মদ কিবরিয়া,কাইয়ুম চৌধুরী,হাশেম খান,কালীদাস কর্মকার,মনিরুল ইসলাম,শহীদ কবীর,শাহাবুুদ্দিন আহমেদ,আবদুস শাকুর,মোহাম্মদ ইউনুস,মোহাম্মদ ইকবাল সহ তরুণদের মধ্যে বিপাশা হায়াত,এম ডি টোকন,বিশ্বজিৎ গোস্বামী আর টরন্টো এই শহরের বাংলাদেশি কানাডিয়ান স্বনামধন্য শিল্পী আলমগীর হক,তাজউদ্দিন আহমেদ,ইফতেখার আহমেদ,কবীর কামাল সহ মোট ৩৮জন শিল্প আঁকা অরিজিনাল ছবি। এতে আপনার পরের প্রজন্মেরও ধারণা হবে বাংলাদেশের শিল্প ও শিল্পীদের কে জানার। আশা করি মিস করবেন না এই প্রদর্শনী।

- Advertisement -

স্কারবোরো, টরন্টো

- Advertisement -

Related Articles

Latest Articles