0.8 C
Toronto
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

রাজত্ব ধরে রেখেই বছর শেষ করছে আর্জেন্টিনা, ব্রাজিল কোথায়?

রাজত্ব ধরে রেখেই বছর শেষ করছে আর্জেন্টিনা, ব্রাজিল কোথায়? - the Bengali Times

ছবি সংগৃহীত

কাতার বিশ্বকাপের পর থেকেই ধারাবাহিক আর্জেন্টিনা। যদিও বছরের শেষ আন্তর্জাতিক ফুটবলের সূচিতে প্রত্যাশিত সাফল্য পায়নি তারা। তারপরও ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে থেকেই বছর শেষ করতে যাচ্ছে লিওনেল মেসির দল।

গতকাল বৃহস্পতিবার চলতি বছরের শেষ হালনাগাতকৃত র‌্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে ফিফা। যেখানে শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়নরা। তালিকার শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি।

- Advertisement -

এই মাসে খেলা দুই ম্যাচের প্রথমটিতে প্যারাগুয়ের মাঠে হেরে যায় আর্জেন্টিনা, ২-১ গোলে। সেই ধাক্কা সামলে ঘরের মাঠে পেরুর বিপক্ষে ১-০ গোলে জেতে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা। এতে তাদের রেটিং পয়েন্ট অবশ্য কিছুটা কমেছে।

তালিকায় ফ্রান্স আছে দুইয়ে। নিজেদের সবশেষ দুই ম্যাচেই জয় পাওয়া স্পেন ও ইংল্যান্ডের পয়েন্ট কিছুটা বেড়েছে, যথাক্রমে পরের দুটি স্থানে আছে দল দুটি।

তাছাড়া পাঁচে আছে ব্রাজিল। লম্বা সময় ধরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা সেলেসাওরা উন্নতি করতে পারেনি।/ এই মাসে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ড্র করে আগের অবস্থানেই থাকছে তারা।

এক ধাপ করে এগিয়ে ছয়ে পর্তুগাল ও সাতে নেদারল্যান্ডস। দুই ধাপ নেমে আট নম্বরে বেলজিয়াম। নেশন্স লিগে সবশেষ দুই ম্যাচেই হেরেছে তারা। আগের মতো নবম স্থানে ইতালি এবং এক ধাপ এগিয়ে ১০ নম্বরে জার্মানি।

- Advertisement -

Related Articles

Latest Articles