2.2 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

হাসিনার পলানোর কথা স্মরণ করিয়ে যা বললেন ফারুকী

হাসিনার পলানোর কথা স্মরণ করিয়ে যা বললেন ফারুকী - the Bengali Times
ফাইল ছবি

চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনি জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। গত মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হলসংলগ্ন এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।

এ সংঘর্ষে পুলিশের ১০ সদস্যসহ আহত হন অন্তত ৩৭ জন। আইনজীবী হত্যার প্রতিবাদে গত বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের আদালতে কর্মবিরতির ডাক দিয়েছিলেন আইনজীবীরা।

- Advertisement -

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে আইনজীবী আলিফ হত্যার ঘটনায় ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা মনে করিয়ে দিলেন ঢালিউড নির্মাতা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সেখানে তিনি লিখেছেন, ‘দেশের ভেতরে ও বাইরে বসে যারা বীণ বাজাচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, তাদের কেবল হাসিনার পলায়নের দৃশ্যটা মনে করতে বলব।’

ফারুকী বলেন, ‘একই সঙ্গে সবার প্রতি আহ্বান—আমরা যেন একটু সংযমের পরিচয় দিই। চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় অপরাধীদের ধরার জন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট।

আসুন আমরা জাস্ট সজাগ থাকি, এক থাকি।’

- Advertisement -

Related Articles

Latest Articles