6.8 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

‘ভ্রমণ নিষেধাজ্ঞা নয়, চাই ভ্যাকসিন ন্যায্যতা’

‘ভ্রমণ নিষেধাজ্ঞা নয়, চাই ভ্যাকসিন ন্যায্যতা’ - the Bengali Times
সিমন ফ্রেজার ইউনিভার্সিটির গণিতবিদ ও এপিডিমিওলজিস্ট ক্যারোলাইন কলিন বলেন যেসব দেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার বাইরে আগেই ওমিক্রম ধরণ সনাক্ত হয়েছে

নতুন কোভিড-১৯ ভ্যারিয়েন্টের আগমন ঠোকাতে দক্ষিণ আফ্রিকা থেকে ভ্রমণ নিষেধাজ্ঞাকে বায়বীয় আশা বলে মন্তব্য করেছেন ব্রিটিশ কলাম্বিয়াভিত্তিক এক গবেষক। তার মতে, এতে ভালোর চেয়ে ক্ষতিই বেশি হবে।

সিমন ফ্রেজার ইউনিভার্সিটির গণিতবিদ ও এপিডিমিওলজিস্ট ক্যারোলাইন কলিন বলেন, যেসব দেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার বাইরে আগেই ওমিক্রম ধরণ সনাক্ত হয়েছে। এটির কানাডায় প্রবেশ এখন সময়ের ব্যাপারমাত্র। ওমিক্রম ভ্যারিয়েন্টের জিনোম সিকোয়েন্সিং করায় এবং তার তথ্য সারাবিশ^কে জানানোয় দক্ষিণ আফ্রিকার ধন্যবাদ প্রাপ্য।

- Advertisement -

কলিনের উদ্বেগ কানাডার মতো দেশকে নিয়ে, যারা আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশগুলোর সঙ্গে ফ্লাইট বন্ধ করে পরিস্থিতি সামাল দিতে চাইছে।

অন্ধভাবে সীমান্ত করার যে কোনো মানে হয় না সে ব্যাপারে একমত পোষণ করেছেন ম্যাকমাস্টার ইউনিভার্সিটির মেডিসিনের সহযোগী অধ্যাপক জাইন চাগলাও। তিনি বলেন, প্রত্যেক দেশের প্রত্যেক নাগরিক যাতে ভ্যাকসিন পায় সেটা যে মাথায় রাখা দরকার, ওমিক্রম ভ্যারিয়েন্ট তা দেখিয়ে দিয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles