27.8 C
Toronto
শনিবার, জুলাই ১৩, ২০২৪

দিল্লি গিয়েই বদলে গেলেন নুসরাত

 

দিল্লি গিয়েই বদলে গেলেন নুসরাত - the Bengali Times
নুসরাত জাহান

বরাবরই আলোচনার কেন্দ্রে টালিউড অভিনেত্রী ও তৃণমুলের সাংসদ নুসরাত জাহান। বুধবার পরনে শাড়ি, খোলা চুল আর ছোট্ট টিপে নজর কেড়েছিল। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই নিজেকে পালটে ফেললেন নুসরাত। আপতত সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে দিল্লিতে আছেন এ নায়িকা। দিল্লিতে দিনযাপনের নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন অভিনেত্রী।

- Advertisement -

সাংসদ নুসরত জাহান সংসদ অধিবেশনের ফাঁকে নিজেকে তুরে ধরতেও ভুল করছেন না। বুধবার দিল্লির এক নামী হেয়ার স্টাইলিস্টের কাছে হাজির হয়ে নতুন হেয়ারকাট করিয়েছেন। সেই লুকের ছবিও শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। নুসরাতের বদলে যাওয়া লুক দেখে অবাক তার অনুসারীরা।

নতুন লুকের সঙ্গে একটি ইনস্টাগ্রাম ভিডিও বানিয়ে ফেলেছেন নুসরাত। সেখানে নুসরাত বুঝিয়ে দিলেন তার কোনও ইনস্টাগ্রাম ফিল্টারের দরকার নেই। এমনিতেই পারফেক্ট সুন্দরী তিনি।

প্রেগন্যান্সির কারণে গত সংসদ অধিবেশনে যোগ দিতে পারেননি নুসরাত। তবে তিন মাসের ছেলেকে সামলে ফের কাজে ফিরছেন অভিনেত্রী। গত ২৬ অগস্ট ফুটফুটে পুত্র সন্তানের মা হয়েছেন তিনি। গত কয়েক মাসে পুরোদস্তুর পালটে গিয়েছে নায়িকার জীবন। এরইমধ্যে কলকাতার আলিপুর কোর্টের তরফে স্পষ্ট করা হয়েছে নুসরত-নিখিলের বিয়ে অবৈধ। অতীত জীবনকে ভুলে আপতত ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছেন নুসরাত। যশ-ঈশানকে নিয়েই এখন তার সাজানো সংসার।

- Advertisement -

Related Articles

Latest Articles