2.6 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

কোভিডকালীন সঞ্চয়ে বাড়ি মেরামত বেড়েছে

কোভিডকালীন সঞ্চয়ে বাড়ি মেরামত বেড়েছে - the Bengali Times
রেটসডটসিএ ও বিএনএন ব্লুমবার্গ গবেষণাটি পরিচালনা করেছে

মহামারি অনেক কানাডিয়ানকে বাড়ি মেরামতে উদ্বুদ্ধ করেছে। তাদের অধিকাংশই ঋণ না নিয়েই কাজটি করেছেন বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে।

রেটসডটসিএ ও বিএনএন ব্লুমবার্গ গবেষণাটি পরিচালনা করেছে। তাতে দেখা গেছে, মহামারির মধ্যে বাড়ির মালিকদের সঞ্চয় বেড়েছে। একই সঙ্গে তাদের ঋণও কমেছে। অর্ধেক বাড়িমালিকই বাড়ি মেরামতের কাজ করছেন অথবা ভবিষ্যতে মেরামতের পরিকল্পনা করছেন।

- Advertisement -

গবেষণায় অংশ নেওয়া ২৭ শতাংশ মহামারির মধ্যেই মেমরামত কাজ সেরে ফেলার কথা জানিয়েছেন। ২০ শতাংশ শিগগিরই মেরামতে হাত দেবেন বলে জানিয়েছেন। তাদের সঞ্চয় থেকেই যে মেরামত করছেন সে কথা জানিয়েছেন ৬০ শতাংশ বাড়িমালিক।

গৃহঋণের পরিমাণ ও কানাডিয়ানদের বাড়ির মূল্য বাড়লেও মেরামতের জন্য ঋণ নেওয়ার পথে হেঁটেছেন মাত্র ২ শতাংশ কানাডিয়ান। মেরামতশেষে ইন্স্যুরেন্সের কাছে যাওয়া উচিত কিনা সে ব্যাপারে অবগত নন ৫৫ শতাংশ কানাডিয়ান। যদিও এ কাজে ব্যয় হয়েছে ১০ হাজার ডলার বা তার কম।

 

- Advertisement -

Related Articles

Latest Articles