16.1 C
Toronto
বৃহস্পতিবার, জুন ৩০, ২০২২

শিশুদের প্রলুব্ধ করার ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে ৯৩ অভিযোগ

- Advertisement -
শিশুদের প্রলুব্ধ করার ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে ৯৩ অভিযোগ - The Bengali Times
গত মার্চে উইনফোর্ড ড্রাইভ ও ডন ভ্যালি পার্কওয়ে এরিয়ায় তল্লাশি চালিয়ে রামানান পাঠমানাথন নামে ৩৬ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ

অশোভন ছবি ও ভিডিও পাঠাতে শিশুদের প্রলুব্ধ করার ঘটনায় টরন্টোর এক ব্যক্তির বিরুদ্ধে ৯০টির বেশি অভিযোগ আনা হয়েছে। গত মার্চে উইনফোর্ড ড্রাইভ ও ডন ভ্যালি পার্কওয়ে এরিয়ায় তল্লাশি চালিয়ে রামানান পাঠমানাথন নামে ৩৬ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের ভাষ্যমতে, অশোভন ছবি ও ভিডিও পাঠাতে শিশুদের উদ্বুদ্ধ করতে অনলাইনে একাধিক প্রোফাইল খোলেন পাঠমানাথন। এই ঘটনায় তার বিরুদ্ধে আনা অভিযোগের সংখ্যা ২৫টি। পাঠমানাথনকে গ্রেপ্তারের পর তদন্ত অব্যাহত থাকে এবং সেপ্টেম্বরে তার বিরুদ্ধে আরও ৬৮টি অভিযোগ আনা হয়। সবমিলিয়ে তার বিরুদ্ধে আনা অভিযোগের সংখ্যা ৯৩টি।

পুলিশের ধারণা, অনলাইনে অন্যদের সঙ্গে যোগাযোগের সময় পাঠমানাথন সম্ভবত নিজের প্রকৃত ছবি ব্যবহার করতেন না। অনলাইনে এক ডজনের বেশি ভিন্ন ভিন্ন নামে পরিচিত তিনি। এ ঘটনায় তদন্ত চলমান আছে এবং ভুক্তভোগীর সংখ্যা আরও বাড়তে পারে।

কারও কাছে এ সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা ক্রাইম স্টপারদের জানানোর অনুরোধ করা হয়েছে।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles