15.7 C
Toronto
সোমবার, জুন ১৭, ২০২৪

অন্যায় সহ্য করতে পারি না

অন্যায় সহ্য করতে পারি না
তাসনিয়া ফারিণ

সাত বছর আগে অভিনয় করা তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত শুক্রবার। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। দেশে মুক্তির আগে এটি মুক্তি পায় ইরানের ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সে সময়েই সিনেমাটি দেখেছিলেন অভিনেত্রী।

তিনি বলেন, ‘ফজর উৎসবে সিনেমাটি প্রথম দেখি। সে সময় বিশ্বের নানা প্রান্তের দর্শক আমার অভিনয়ের প্রশংসা করেছেন। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয়ের জন্য উৎসবের সেরা অভিনেত্রীর সম্মাননা “ক্রিস্ট্রাল সিমোর্গ” পাই আমি। বিদেশ ঘুরে এবার সিনেমাটি দেশের মানুষের জন্য মুক্তি পেল। এখন দেশের দর্শকদের সঙ্গে সিনেমাটি দেখছি। যারা দেখছেন, তারা প্রশংসা করছেন।’

- Advertisement -

সাত বছর পর নিজের অভিনীত প্রথম সিনেমা মুক্তির প্রতিক্রিয়া জানাতে গিয়ে তাসনিয়া ফারিণ বলেন, ‘এই সিনেমার কাজ শুরু করেছিলাম ২০১৭ সালের দিকে। শুরুতে এর নাম ছিল “দাহকাল”। পরে নাম পরিবর্তন করে রাখা হয় “ফাতিমা”। যখন কাজটি করেছিলাম, তখন ভেবেছিলাম ২০১৮-১৯ সালের মধ্যে সিনেমাটি মুক্তি পাবে। কিন্তু নানা কারণে সে সময় কাজ শেষ হয়নি। এরপর আমি টেলিভিশন নাটকে ব্যস্ত হয়ে পড়ি। তারপর ২০২৩ সালে আবারও সিনেমাটির কাজ শুরু হয়। বলা যায়, অনেক বাধা-বিপত্তি পেরিয়েই সিনেমার কাজ শেষ হয়। দেরিতে হলেও মুক্তি পেয়েছে, দারুণই লাগছে।’

সে সময়ের ফারিণ আর এখনকার ফারিণের মধ্যে খুব একটা পার্থক্য বা পরিবর্তন না পেলেও অভিনেত্রীর মতে, প্রতিটি বয়সেই আলাদা একটা সৌন্দর্য থাকে। তিনি বলেন, ‘তখন আমি অভিনয়ে পরিপক্ব ছিলাম না। কিন্তু সেটার আলাদা সৌন্দর্য ছিল, যা এখন এসে উপলব্ধি করতে পারছি। অনুশীলন করতে করতে অভিনয় এখন আগের চেয়ে একটু ভালো করতে পারছি। তবে আমি শিখতে চাই। এখনো শেখার অনেক কিছু বাকি। শেখার জন্যই কাজ করে যেতে চাই।’

তবে সিনেমাটির ‘ফাতিমা’ চরিত্রের সঙ্গে নিজের মিল খুঁজে পান ফারিণ। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, ফাতিমার সঙ্গে আমার বাস্তব জীবনে অনেক মিল আছে। আমি অনেক স্পষ্টবাদী, প্রতিবাদীও। অন্যায় সহ্য করতে পারি না। সামনে-পেছনে না দেখেই হুটহাট প্রতিবাদ করে বসি।’

এদিকে গত ঈদে অভিনয়ের পাশাপাশি গানেও অভিষেক হয়েছে ফারিণের। প্রথম গানেই পান তুমুল সাড়া। এরপর থেকে একের পর এক গানের প্রস্তাব আসতে থাকে বলে জানান এই গায়িকা। তিনি বলেন, ‘আগেও আমার কাছে প্রচুর গানের প্রস্তাব এসেছে। কিন্তু পছন্দ না হওয়ায় করা হয়নি। ইত্যাদির গানটা পছন্দ হলো, গাইলাম আর দর্শকরাও গানটি গ্রহণ করলেন। এর মধ্যে অনেকেই গানের জন্য বলেছেন কিন্তু এখনো রাজি হইনি।’

সবশেষে দাম্পত্য জীবন প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘খুব ভালো যাচ্ছে। বেশিরভাগ সময় কাজের মধ্যেই থাকি। বলতে গেলে কাজই আমার পরিবার। শুরু থেকে যেভাবে ব্যালান্স করে চলতাম, এখনো সেভাবেই চলছে।’

উল্লেখ্য, সদ্য অনুষ্ঠিত হওয়া মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘নিকষ’ ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর সমালোচক পুরস্কার পান ফারিণ।

- Advertisement -

Related Articles

Latest Articles