15.7 C
Toronto
সোমবার, জুন ১৭, ২০২৪

কেউ আমাকে মূর্খ বা পাগল ভাবতে পারেন, কিন্তু আমি জানি, আমি ঈশ্বরপ্রেরিত : নরেন্দ্র মোদি

কেউ আমাকে মূর্খ বা পাগল ভাবতে পারেন, কিন্তু আমি জানি, আমি ঈশ্বরপ্রেরিত : নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

ভোট যত শেষের দিকে এগিয়েছে, নরেন্দ্র মোদি ততই নিজেকে ঈশ্বরপ্রেরিত দূত বলে তুলে ধরছেন। একবার নয়, দুবার নয়, বারবার জনতাকে মনে করিয়ে দিচ্ছেন, ‘কেউ আমাকে মূর্খ বা পাগল ভাবতে পারেন। কিন্তু আমি জানি, আমি ঈশ্বরপ্রেরিত।’ সম্প্রতি পুরী লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সম্বিত পাত্রর একটি মন্তব্য ঘিরে তোলপাড় পড়ে গিয়েছিল। তিনি জগন্নাথদেবকে নরেন্দ্র মোদীর ভক্ত বলে উল্লেখ করেছেন। অবশ্য বিতর্কের মুখে শেষ পর্যন্ত তাকে ক্ষমা চাইতে হয়েছে।

পাঁচ দফার নির্বাচন সাঙ্গ হওয়ার পর প্রচারের একঘেয়েমিও কাটিয়ে দিলেন নরেন্দ্র মোদি স্বয়ং। নিজেকে এবার তিনি নবরূপে জাহির করলেন। বারানসির ঘাটে গঙ্গাপূজা সেরে দেশবাসীকে তিনি শোনালেন, জৈবিক মা গত হওয়ার পর মা গঙ্গা তাকে আশ্রয় দিয়েছেন। কোল পেতে দিয়েছেন। কিন্তু, মা চলে যাওয়ার পর আমি সমস্ত অভিজ্ঞতাগুলিকে বিচার করে উপলব্ধি করলাম, এবং তা থেকে নিশ্চিত হলাম, পরমাত্মা ঈশ্বরই আমায় এ পৃথিবীতে পাঠিয়েছে। তিনিই আমায় দিয়ে সব কাজ করাচ্ছেন। এই শক্তি জৈবিক দেহ থেকে উৎপন্ন হতেই পারে না। আমাকে তা ঈশ্বর দিয়েছেন তার কিছু কাজ করে দেওয়ার জন্য।’

- Advertisement -

নরেন্দ্র মোদির আরও ব্যাখ্যা, ‘ভগবান আমায় যোগ্যতা, অনুপ্রেরণা, সুচিন্তা এবং ধর্ম-অর্থ-কাম-মোক্ষর মতো গুণগুলি দিয়েই পাঠিয়েছেন। তিনিই আমায় সব কাজ সম্পন্ন করার শক্তি জুগিয়ে চলেছেন। আমি কে, আমি একটা ইনস্ট্রুমেন্ট মাত্র। আমি যা করি মনে করি ঈশ্বরই তা আমার থেকে পেতে চাইছেন, তাই এ ভাবে করিয়ে নিচ্ছেন। তিনিই পথ দেখাচ্ছেন।’

মনোনয়ন জমার আগে নরেন্দ্র মোদি কাশীতে দশাশ্বমেধ ঘাটে গঙ্গাপুজো করেন। গঙ্গাবিহারের সময় তিনি বলেন, মায়ের মৃত্যুর পর উপলব্ধি করেছেন, হয়তো জৈবিকভাবে তার জন্ম হয়নি। স্বয়ং ঈশ্বর নির্দিষ্ট কিছু কাজ করানোর জন্য তাকে ধরাধামে পাঠিয়েছেন, যা কিছু করানোর পরমাত্মাই তাকে দিয়ে করিয়ে নিচ্ছেন।

কী সেই কর্তব্য? মোদি তার ব্যাখ্যাও দিয়েছেন। ‘বিকশিত ভারত’। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্রে পরিনত করাই ঈশ্বরের ইচ্ছা। সেই কাজ শেষ করার আগে তার মুক্তি নেই। তিনি চাইলেও ২০৪৭ সালের আগে মরতে পারবেন না। প্রসঙ্গত, ২০৪৭-এ নরেন্দ্র মোদির বয়স হবে ৯৬ বছর।

এনডিটিভি দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে মোদি আবার নতুন করে বলেছেন, ‘কেউ আমাকে মূর্খ ভাবতে পারেন। কেউবা পাগল। কিন্তু আমি জানি, ঈশ্বর আমাকে নির্দিষ্ট কিছু কাজের ভার দিয়ে মর্ত্যে পাঠিয়েছেন। সেই কাজ না সারা পর্যন্ত আমার মুক্তি নেই।’ তিনি দৃপ্তভাবে এ কথাও বলেছেন, ‘আমাকে ধ্বংস করা যাবে না। আমি অবিনশ্বর। আমি যে কাশীর (বারানসি) মানুষ।’

পরমাণু অস্ত্রধারী পাকিস্তানের কত ক্ষমতা, তা তিনি নিজে পাকিস্তানে গিয়ে পরীক্ষা করে এসেছেন বলে আজ নরেন্দ্র মোদি দাবি করলেন। একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে মোদি বলেন, ‘আমি কোনও রকম নিরাপত্তার পরীক্ষা ছাড়াই লাহোরে নেমেছিলাম। ওদের এক জন সাংবাদিক টিভিতে বলেছিলেন, ‘হায় আল্লাহ, মোদি ভিসা ছাড়া পাকিস্তানে ঢুকে পড়েছেন।’ পাকিস্তান যে অবিভক্ত ভারতের অংশ ছিল, সেই ইঙ্গিত দিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘আমি কেন যেতে পারব না? ওটা এক সময়ে আমার দেশ ছিল।’

রাহুল গান্ধী প্রশ্ন তুলেছেন, মোদিকে পরমাত্মা পাঠিয়ে থাকলে কোভিডের সময় যখন গঙ্গায় মৃতদেহ ভাসছিল, হাসপাতালের সামনে মৃতদেহ জমছিল, তখন তিনি থালা বাজাতে বলছিলেন কেন! যাকে পরমাত্মা পাঠিয়েছেন, তিনি বলেছিলেন, মোবাইল ফোনের আলো জ্বালাও। যাকে পরমাত্মা পাঠিয়েছেন, তিনি কেন শুধু আদানি, অম্বানীর মতো দেশের ২২ জন কোটিপতির জন্য কাজ করেন? অন‍্যান‍্য বিরোধী নেতাদের কটাক্ষ, মোদি এত দিন নিজেকে ঈশ্বর প্রেরিত বলেছিলেন। এখন বলছেন, তার ইচ্ছা-মৃত্যুর ক্ষমতাও রয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles