19.2 C
Toronto
রবিবার, জুন ১৬, ২০২৪

মা-বাবার ভুলে গাড়িতেই দম বন্ধ হয়ে মারা গেলো শিশুটি!

মা-বাবার ভুলে গাড়িতেই দম বন্ধ হয়ে মারা গেলো শিশুটি!
ছবি সংগৃহীত

তিন বছরের কন্যা শিশুকে গাড়িতে রেখেই বিয়েতে যান মা-বাবা। তাদের এই ভুলের কারণে ঘটে গেছে ভয়ংকর অঘটন। বন্ধ গাড়িতে দম বন্ধ হয়ে মারা গেছে শিশুটি।

ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের কোটা এলাকায়।

- Advertisement -

পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। মৃত শিশুর নাম গর্বিকা নাগর।
মেয়েটির বাবা প্রদীপ নাগর জানিয়েছে, তিনি স্ত্রী ও দুই মেয়েসহ একটি বিয়ের অনুষ্ঠানে যান। সেখানে গিয়ে মা ও বড় মেয়ে গাড়ি থেকে বেরিয়ে আসেন।

এরপর প্রদীপ গাড়িটি পার্কিংয়ে রেখে আসেন। তিনি ভেবেছিলেন দুই মেয়েই মায়ের সাথে বিয়ের অনুষ্ঠানে আছে। গাড়িটি লক করে দিয়ে তিনিও বিয়ের অনুষ্ঠানে যান। তিনি ও তার স্ত্রী আলাদা আলাদা অতিথিদের সাথে সময় কাটাচ্ছিলেন। দুই ঘণ্টা পর প্রদীপের তার স্ত্রীর সাথে দেখা হয়। তখন তিনি বুঝতে পারেন ছোটো মেয়ে গর্বিকা তার স্ত্রীর সাথে নেই।

এরপর গাড়ির কাছে যান ওই দম্পতি। সেখানে তারা গর্বিকাকে অচেতন অবস্থায় দেখতে পান। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

- Advertisement -

Related Articles

Latest Articles