16.3 C
Toronto
রবিবার, মে ৫, ২০২৪

গীতাঞ্জলি নিয়ে নয় পৃষ্ঠাব্যাপী আলোচনা

গীতাঞ্জলি নিয়ে নয় পৃষ্ঠাব্যাপী আলোচনা

সালটি ছিল ১৯১২। ২৮ সেপ্টেম্বর কবি এজরা পাউন্ড (১৮৮৫-১৯৭২) আমেরিকার শিকাগো শহর থেকে প্রকাশিত মাসিক কবিতা পত্রিকা পোয়েট্রির সম্পাদিকা হারিয়েট মনরোকে (১৮৬০-১৯৩৬) এক চিঠিতে লেখেন, ‘Also I’ll try to get some of the poems of the very great Bengali Poet, Rabindranath Tagore. They are going to be the sensation of the winter. …They are translated by the author into very beautiful English prose, with mastery of cadence.’
D. D. Paige-সম্পাদিত The Letters of Ezra Pound : 1907-1941 (লন্ডন, ১৯৫০) গ্রন্থে চিঠিটি অন্তর্ভুক্ত হয়েছে। ১৯১২ সালের ডিসেম্বর সংখ্যাটি ছিল মাসিক পোয়েট্রি পত্রিকার তৃতীয় সংখ্যা। এতে কবির ছয়টি কবিতা প্রকাশিত হয়েছিল।

- Advertisement -

আমেরিকার কোনো পত্রপত্রিকায় সেবারই প্রথম রবীন্দ্রনাথের কোনো লেখার প্রকাশ ঘটে। সে-সংখ্যায় খ্যাতিমান ইংরেজ কবি ডব্লিউ বি ইয়েটসের (১৮৬৫-১৯৩৯) পাঁচটি কবিতা ছাপা হয়েছিল। রবীন্দ্রনাথের কবিতার শিরোনাম ছিল ‘Poems’ আর পাউন্ডের লেখার শিরোনাম ছিল ‘Tagore’s Poems’। সেই ছোট লেখায় পাউন্ড জানিয়েছিলেন, ‘The six poems now published were chosen from a hundred lyrics about to appear in book form. They might just as well have been any other six, for they do not represent a summit of attainment but and average.’ বলে রাখা প্রয়োজন যে, এই ক্ষুদ্র রচনাটি পরবর্তীকালে রবীন্দ্রনাথ নিয়ে পাউন্ডের একটি বিশাল রচনার ভিত্তিভূমি হিসেবে কাজ করেছিল।

রবীন্দ্রনাথকে এক চিঠিতে পাউন্ড লিখেও ছিলেন যে, ওটা একটা নোটিশ মাত্র, প্রবন্ধ হয়নি। এজরা পাউন্ড-রচিত রবীন্দ্রনাথবিষয়ক দীর্ঘ প্রবন্ধটি ছাপা হয় Fortnightly Review পত্রিকায় ১৯১৩ সালের মার্চ সংখ্যায় একই শিরোনামে। সে-পত্রিকাটির নভেম্বর সংখ্যায় গীতাঞ্জলি নিয়ে নয় পৃষ্ঠাব্যাপী আলোচনা ছাপা হয়েছিল পাউন্ডের।

এই নিয়ে আমার বিস্তারিত একটি লেখা রয়েছে একাডেমিয়াতে। আগ্রহী বন্ধুরা দেখতে পারেন।

- Advertisement -

Related Articles

Latest Articles