17.1 C
Toronto
রবিবার, মে ৫, ২০২৪

কানাডার ভিজিট ভিসা কান্ড

কানাডার ভিজিট ভিসা কান্ড

কানাডায় ভিজিট ভিসা করতে সর্বমোট খরচ হবার কথা মাত্র ১০ হাজার টাকা। বায়োমেট্রিক বা আঙুলের ছাপ দিতে কানাডিয়ান অফেরতযোগ্য ৮৫ ডলার লাগে যেটা সরকারকে দিতে হবে যা বাংলাদেশী টাকায় আট হাজার টাকা। বাকী দুই হাজার টাকা রিক্সা ভাড়া বা টাইপিং খরচ ধরে নিলাম। তাহলে বিশ বা পঁচিশ লক্ষ টাকা কোথায় বা কোন কাজে লাগবে কেউ কি আমাকে বলতে পারেন?

- Advertisement -

এইমাত্র একটি বিশ্বস্ত সুত্রে জানতে পারলাম পঁচিশ লাখ টাকা দিয়ে কিছুদিন আগে একজন ভিজিট ভিসায় এসেছে। এছাড়া টরন্টোর বাঙালী পাড়া ড্যানফোর্থ এলাকায় অনেক লোক ঘুরাঘুরি করছে যাদের অনেকেই এরকম পনের, বিশ বা পঁচিশ লাখ টাকা দালালকে দিয়ে কানাডায় ঢুকেছে বলে শুনতে পারছি।

ঢাকার গুলশানে VFS Global নামে একটা থার্ড পার্টি সেন্টার নিয়োগ করা হয়েছে যারা মুলত আঙুলের ছাপ বা পাসপোর্ট জমা নেয়ার কাজটা করছে কিন্তু সেখানে নানা ধরনের হয়রানি এবং দুর্নীতির খবর পাচ্ছি। এটা নিয়ে শীঘ্রই কানাডিয়ান এমপিদের কাছে তুলে ধরবো বলে আশা রাখি। কানাডার ভিসা নিয়ে অনেক দালাল লক্ষ লক্ষ ডলার হাতিয়ে নিচ্ছে যা কোনভাবেই গ্রহণযোগ্য নয় যেখানে আপনি কানাডায় বৈধভাবে কাজ করেও দশ বিশ বছরে বিশ লাখ টাকা জমাতে পারবেন না।

এছাড়া এত টাকা দালালকে দিয়ে তারপর কানাডায় রিফিউজি ক্লেইম করলে আপনার কেইস এ্যাপ্রুভ হতেও পারে আবার নাও পারে। সেসব করতে যেমন সময় লাগে প্রচুর তেমনী আবার স্হানীয় উকিল বা কনসালটেন্টদের পেছনে আপনার কমপক্ষে হাজার দশেক ডলার গুনতে হতে পারে। এসবের একটা বিহিত হওয়া দরকার।

- Advertisement -

Related Articles

Latest Articles