18.1 C
Toronto
শনিবার, মে ৪, ২০২৪

মাঝ আকাশে সন্তান জন্ম

মাঝ আকাশে সন্তান জন্ম
টরন্টোগামী এয়ার কানাডার একটি ফ্লাইটে মাঝ আকাশে সম্প্রতি একটি শিশু জন্ম নিয়েছে যার এয়ারবোর্নের নতুন অর্থ দিচ্ছে

টরন্টোগামী এয়ার কানাডার একটি ফ্লাইটে মাঝ আকাশে সম্প্রতি একটি শিশু জন্ম নিয়েছে, যার এয়ারবোর্নের নতুন অর্থ দিচ্ছে। এয়ারলাইনটি ইমেইলের মাধ্যমে এই খবরের সত্যতা নিশ্চিত করেন।

১১ মার্চ এয়ারলাইন্সটি জানিয়েছে, ৬ মার্চ সেইন্ট লুসিয়া থেকে ফ্লাইটটি উড্ডয়ন করে এবং সে সময় এক যাত্রীর মেডিকেল সমস্যা দেখা দেয়। ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা দ্রুত সম্ভাব্য ওই মায়ের সহায়তায় এগিয়ে যান। উড়োজাহাজে কোনো চিকিৎসক আছেন কিনা ক্রুরা জিজ্ঞাসার করার পর দুইজন সাড়া দেন এবং সহায়তা এগিয়ে আসেন।

- Advertisement -

প্রসব সম্পন্ন করার জন্য উড়োজাহাজটি বারমুডার দিকে ফিরিয়ে নেওয়া হয়। যদিও উড়োজাহাজ টারমাক ছোঁয়ার আগেই শিশুটি ভুমিষ্ঠ হয়। বারমুডায় পৌঁছানোর পর চিকিৎসকরা মা ও শিশুকে ভালো অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে স্থানান্তরিত করেন।

এয়ার কানাডা এক বিবৃতিতে বলেছে, যেসব চিকিৎসক সহায়তা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ক্রুদের পেশাদারিত্বের জন্যও আমরা গর্বিত। গর্ভবতী নারীরা গর্ভধারণের ৩৬ সপ্তাহ পর্যন্ত এয়ার কানাডার ফ্লাইটে ভ্রমণ করতে পারেন।

- Advertisement -

Related Articles

Latest Articles