17.9 C
Toronto
বৃহস্পতিবার, মে ২, ২০২৪

‘আমাকে কয়েকবার হুমকি দেওয়া হয়েছিল’

‘আমাকে কয়েকবার হুমকি দেওয়া হয়েছিল’
তামিম ইকবাল

দেশ সেরা ওপেনার তামিম ইকবাল অভিযোগ করে বলেছেন, ‘টিম ম্যানেজমেন্ট থেকে কয়েকবার আমাকে বলতে গেলে থ্রেটও (হুমকি) দেওয়া হয়েছিল যে, এমন হলে আমরা অন্য ক্যাপ্টেন দেখব।’

বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন, ‘আমার সাথে বিসিবির তিনবার বসা হয়ে গেছে। পাপন ভাইয়ের সঙ্গে বসা হয়েছে, তদন্ত কমিটির সঙ্গে বসা হয়েছে। নিশ্চয়ই কোনো একটা বিষয় নিয়ে বসা হয়েছে। আমি আমার দিক থেকে একদম শুরু থেকেই ক্লিয়ার। এখানে নতুন করে কোনো কিছু আমার পক্ষ থেকে বলার আর নাই তাদের কাছে। উনারা আবার বসতে চাচ্ছেন, যেহেতু আমি অনেক বছর খেলেছি আমার তাদের সম্মানটা দেখাতে হবে। তবে আমি আবারো বসলে ওই একই কথা বলব।’

- Advertisement -

তামিম আরও বলেন, ‘আমি যদি উনাদের (বোর্ড) বলে আসি যে, আমি আর খেলব না অথবা আমি আর টিমের সাথে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে চাই না…। অনেক সময় অনেক কিছু মানুষের ইচ্ছায় বা টিমের থেকে যদি ওই ধরনের চাহিদা থাকে যে, টিমের যারা দায়িত্বে আছে তারা যদি কথা বলে- তবে অনেক সময় অনেক সিদ্ধান্ত পরিবর্তন হলেও হতে পারে। আবার নাও হতে পারে। আমি যেটা বললাম, আমার পক্ষ থেকে যেটা বলার ছিল পরিষ্কার বলেছি, একবার না তিনবার।’

তামিমের ভাষায়, ‘টিমের ম্যানেজমেন্ট থেকে কয়েকবার আমাকে বলতে গেলে থ্রেটও (হুমকি) দেওয়া হয়েছিল যে, এমন হলে আমরা অন্য ক্যাপ্টেন দেখব। অনেক কিছু নিয়েই আসলে খুব একটা খুশি ছিলাম না। অনেক কিছু হয়েছে যা আমি বলতে…আসলে এসব কিছুই ক্রিকেট বোর্ড জানে।’

- Advertisement -

Related Articles

Latest Articles