8.4 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসকারীর সংখ্যা কত?

ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসকারীর সংখ্যা কত? - the Bengali Times
জাতীয় নির্বাচন ঘিরে ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস রেখেছিলেন ঠিক কত সংখ্যক কানাডিয়ান সেটা জানতে খুব বেশি আগ্রহী ছিল ইলেকশন্স কানাডা

সাম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন ঘিরে ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস রেখেছিলেন ঠিক কত সংখ্যক কানাডিয়ান, সেটা জানতে খুব বেশি আগ্রহী ছিল ইলেকশন্স কানাডা। সংখ্যালঘু সরকারের মেয়াদ দুই মাস বাকি থাকতেই প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মহামারির চতুর্থ ঢেউয়ের মধ্যে নির্বাচন চান।

মাস্ক পরিধান ও বাধ্যতামূলক ভ্যাকসিনেশনের বিরোধিতাকারীরা ট্রুডোর নির্বাচনী প্রচারণাকালে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি তাকে উদ্দেশ্য করে কটু কথা বলেন। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে পাথরও ছোড়া হয়। ভোটের মাসখানেক আগে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা ইলেকশন্স কানাডা একটি সমীক্ষা পরিচালনা করে, যার উদ্দেশ্য ছিল নির্বাচনী প্রক্রিয়ার প্রতি কানাডিয়ানদের আস্থা কতখানি তা জানার চেষ্টা করা। ঠিক কত সংখ্যক কানাডিয়ানের মধ্যে ষড়যন্ত্রের মানসিকতা রয়েছে সেটা জানারও চেষ্টা ছিল সমীক্ষায়।

- Advertisement -

লেজার এপ্রিলের ১০ দিন ২ হাজার ৫০০ কানাডিয়ানের ওপর অনলাইনে ও কম্পিউটার সহায়ক সাক্ষাৎকারের ভিত্তিতে সমীক্ষাটি পরিচালনা করে। তাতে দেখা যায়, সিংহভাগেরই ইলেকশন্স কানাডার প্রতি আস্থা আছে এবং ভোটিং ব্যবস্থাকে নিরাপদ ও নির্ভরযোগ্য বলে মনে করেন। তবে ষড়যন্ত্রের প্রসঙ্গটি এলে ১৭ শতাংশ মনে করেন ভ্যাকসিন ও অটিজম নিয়ে সরকার কিছু একটা গোপন করার চেষ্টা করছে। ৩০ শতাংশের ধারণা, জনগণের অজ্ঞাতেই নতুন ওষুধ ও প্রযুক্তি তাদের ওপর পরীক্ষা করা হয়েছে।

সমীক্ষায় অংশগ্রহণকারী ৪০ শতাংশ মনে করেন সুনির্দিষ্ট কিছু বড় ইভেন্ট বৈশি^ক ইভেন্ট নিয়ে চক্রান্তকারী ছোট গ্রুপের ফল। নির্বাচনী প্রচারণাকালে ভুল ও মিথ্যা তথ্য প্রচার নিয়ে কাজ করা একটি প্রকল্পের প্রধান গবেষক ইঙ্গাস ব্রিজম্যান বলেন, ঠিক কতজন ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করেন সেটা নির্ধারণ করা কঠিন। তবে ১০ থেকে ২০ শতাংশের মধ্যে ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে যে গভীর বিশ্বাস আছে সেটা মোটামুটি ধরে নেওয়া যায়।

- Advertisement -

Related Articles

Latest Articles