15.4 C
Toronto
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

চার কন্যার সুর লহরী

চার কন্যার সুর লহরী

হিম হিম জানুয়ারী- ডিসেম্বরের উৎসবমুখর দিনগুলোর পরে বহুরঙের আমাদের এই শহরে বিষন্ন এক তন্দ্রাচ্ছন্ন ভাব বিরাজ করে। নতুন বছরের নতুন কাজের চাপে পিষ্ট আমাদের প্রাণবন্ত মানুষগুলোর মাঝে কেমন এক ঢিলে ঢালা গতিহীনতা।তাঁর উপরে শীতের প্রচন্ড প্রকোপে আমাদের মানুষগুলো আরও বেশি গর্তবাসী হয়ে ওঠে। প্রাণহীন এই দিনগুলোতে প্রাণের সঞ্চার ঘটানোর উদ্দ্যোগ নিয়েছে শহরের “আলো দিয়ে যাই” এর কর্মীরা।

- Advertisement -

তুষার-শুভ্র এক দিনে ‘আলো দিয়ে যাই’ আসছে সুরের আলোয় ঝলমলে এক অনন্য সন্ধ্যা নিয়ে। এই টরন্টোর আপন চার শিল্পী

সোমা সাঈদ, ফারহানা শান্তা, রিফাত শান্তা ও ফারহানা চৌধুরী লিমা, সমন্বয় ও তত্ত্বাবধান- অরুনা হায়দার ও শামীম চৌধুরী

আসছে তাদের গানের ডালি নিয়ে ‘চার কন্যার সুর লহরী’ শিরোনামে। যারা গান ভালবাসেন- অনুষ্ঠান শেষে তারা মুগ্ধতা নিয়ে বাড়ি ফিরবেন- আমরা ঠিক এমনটাই ভাবছি, বিশ্বাস করছি।
“চার কন্যার সুর লহরী”
‘Harmony of Four: A Night of Musical Waves’
২০ জানুয়ারি, শনিবার |
সন্ধ্যা ৬টা থেকে ৯টা |
৭৩৩ বার্চমাউন্ট রোড

পরিবেশনায়ঃসোমা সাঈদ, ফারহানা শান্তা, রিফাত শান্তা ও ফারহানা চৌধুরী লিমা
সঞ্চালনায়ঃ ফারহানা আহমেদ
সমন্বয় ও তত্ত্বাবধান- অরুনা হায়দার ও শামীম চৌধুরী
দর্শণী; ১৫ ডলার ও ৫০ ডলার।

- Advertisement -

Related Articles

Latest Articles