2.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

মহামারির তৃতীয় ঢেউ এর প্রভাবে খুচরা বিক্রি আবারো কমতে পারে

মহামারির তৃতীয় ঢেউ এর প্রভাবে খুচরা বিক্রি আবারো কমতে পারে
ছবিউইকিপিডিয়া

কানাডায় কানাডায় খুচরা বিক্রি ঘুরে দাঁড়ালেও মহামারির তৃতীয় ঢেউ আবারও বিক্রয় কমিয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। ব্যক্তিগত গাড়ির ডিলার, গ্যাস স্টেশন ও কাপড়ের দোকানের ওপর ভর করে খুচরা বিক্রি বেড়েছে। স্ট্যাটিস্টিকস কানাডার উপাত্ত বলছে, ফেব্রুয়ারিতে খুচরা বিক্রি ৪ দশমিক ৮ শতাংশ বেড়ে ৫ হাজার ৫১০ কোটি ডলারে দাঁড়িয়েছে। তবে গ্যাস স্টেশন, মোটরগাড়ি ও যন্ত্রাংশ বাদ দিলে মাসটিতে খুচরা বিক্রির প্রবৃদ্ধি দাঁড়ায় ৩ দশমিক ৮ শতাংশ। গত তিন মাসের মধ্যে এমন ঘটনা এটাই প্রথম। স্ট্যাটিস্টিকস কানাডার প্রতিবেদনে মার্চের খুচরা বিক্রি ২ দশমিক ৩ শতাংশ বাড়তে পারে বলে প্রাক্কলন করা হয়েছে। তবে সংখ্যাটি পরিবর্তিতও হতে পারে।

টিডি ব্যাংকের অর্থনীতিবিদ সেনিয়া বুশমেনেভা বলেন, ফেব্রুয়ারিতে কানাডায় খুচরা বিক্রি ঘুর দাঁড়িয়েছে। মার্চেও সম্ভবত এ ধারা অব্যাহত ছিল। সংক্রমণ হ্রাসে আরোপিত বিধিনিষেধ শিথিল করার কারণেই মূলত এটা সম্ভব হয়েছে। তবে খুচরা বিক্রি বৃদ্ধির এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে কিনা তা নির্ভর করছে ভাইরাসের গতিবিধির ওপর।

- Advertisement -

ভ্যাকসিনেশর গতি বাড়ার পরও কোভিড-১৯ এর সংক্রমণ হ্রাসে কানাডাজুড়ে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বুশমেনেভা বলেন, জনগণের চলাচল ও ব্যয়ের যে উপাত্ত তাতে এপ্রিলে খুচরা বিক্রি দুর্বল হতে পারে বলে মনে হচ্ছে। নতুন করে বিধিনিষেধ আরোপ ও স্টে-অ্যাট-হোম আদেশও এতে ভূমিকা রাখতে পারে।

স্ট্যাটিস্টিকস কানাডার উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, ফেব্রুয়ারিতে মোটরগাড়ি ও যন্ত্রাংশের পরিবেশকদের বিক্রি বেড়েছে ৫ শতাংশ। তবে নতুন গাড়ির ডিলারদের বিক্রি বেড়েছে আরও বেশি ৫ দশমিক ৬ শতাংশ এবং গাড়ির যন্ত্রাংশের বিক্রি বেড়েছে ৯ দশমিক ২ শতাংশ।

- Advertisement -

Related Articles

Latest Articles