27.5 C
Toronto
মঙ্গলবার, জুন ১৮, ২০২৪

সন্তানের সামনেই মাকে গুলি

সন্তানের সামনেই মাকে গুলি
থেরেসা ক্যাচুয়েলা

৮ বছর বয়সী মেয়ের সামনে গুলি করে তার মাকে হত্যা করা হয়েছে। হত্যা করেছেন তার স্বামীই। এরপর নিজেই আত্মহত্যা করেছেন। যুক্তরাষ্ট্রের হাওয়াইনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, খুনের শিকার থেরেসা ক্যাচুয়েলাকে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় মুখ। ৩৩ বছর বয়সী এই তারকাকে গুলি করেন তার স্বামী জেসন ক্যাচুয়েলা (৪৪)।

- Advertisement -

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, পুলিশ তাদের মৃত্যু নিয়ে তদন্তে নেমেছে, যা একজন বিচারক তার ডিভোর্স দেওয়া স্বামীর বিরুদ্ধে সুরক্ষার আদেশের জন্য ক্যাচুলার আবেদন মঞ্জুর করার দুই সপ্তাহ পরে ঘটেছে।

৮ বছর বয়সী মেয়ে গুলি চালানোর ঘটনা দেখেছে। পুলিশকে সে বলে, তার বাবা ট্রিগার টেনেছিলেন। জেসন ক্যাচুয়েলা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার পরপরই নিজের গায়ে গুলি করে আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জেসন ক্যাচুয়েলার বাড়ি থেকে পাঁচটি নিবন্ধিত আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

ক্যাচুয়েলার মা লুসিতা আনি-নিহোয়া হাওয়াই নিউজ নাওকে বলেছেন, তার নাতনির সামনে দুঃখজনকভাবে সবকিছু ঘটেছে। সে মানসিক আঘাত পেয়েছে। সে শুধু প্রার্থনা করেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles