14 C
Toronto
শুক্রবার, মে ৩, ২০২৪

মর্টগেজের জন্য অর্থ ধার নিয়ে ক্রিপ্টো স্ক্যামে ব্যবহার

মর্টগেজের জন্য অর্থ ধার নিয়ে ক্রিপ্টো স্ক্যামে ব্যবহার
মর্টগেজের কিস্তি পরিশোধের কথা বলে বেশ কয়েকজনের কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন অন্টারিওর ওশোয়ার এক নারী

মর্টগেজের কিস্তি পরিশোধের কথা বলে বেশ কয়েকজনের কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন অন্টারিওর ওশোয়ার এক নারী। কিন্তু কিস্তি পরিশোধ না করে সেই অর্থ তিনি ক্রিপ্টোকারেন্সি স্ক্যামে ব্যবহার করেছেন বলে ডারহাম পুলিশ জানিয়েছে।

৫ নভেম্বর এক ঘোষণায় পুলিশ জানায়, ফাতিমা ইমরান নামে ২৫ বছর বয়সী ওই নারীকে তারা গ্রেপ্তার করেছে।

- Advertisement -

পুলিশের অভিযোগ, ওই তহবিল তিনি ক্রিপ্টোকারেন্সি স্ক্যামে স্থানান্তর করেছেন। এর মাধ্যমে ধার করা পুরো তহবিলই খোয়া গেছে। তবে অর্থের সুনির্দিষ্ট পরিমাণের কথা উল্লেখ করেনি পুলিশ।
ইমরানের বিরুদ্ধে তিন কাউন্ট জালিয়াতি, তিন কাউন্ট মিথ্যা অজুহাতে অর্থ সংগ্রহ এবং তিন কাউন্ট চুরির অভিযোগ আনা হয়েছে। মুচলেকা দিয়ে তিনি ছাড়া পেয়েছেন।

অভিযুক্ত ওই নারীর একটি ছবি প্রকাশ করেছে পুলিশ, যাতে করে আরও কোনো ভুক্তভোগী থাকলে তাদের অবস্থান চিহ্নিত করা যায়। এ ব্যাপারে কারো কাছে নতুন কোনো তথ্য থাকলে তদন্তকারীদের সঙ্গে অথবা ক্রাইম স্টপারদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles