19.2 C
Toronto
সোমবার, মে ৬, ২০২৪

কানাডায় ঋণ নিয়ে বেশি উদ্বিগ্ন তরুণরা

কানাডায় ঋণ নিয়ে বেশি উদ্বিগ্ন তরুণরা
কানাডায় ব্যক্তিগত ঋণ নিয়ে তরুণরা বেশি উদ্বিগ্ন

কানাডায় ব্যক্তিগত ঋণ নিয়ে তরুণরা বেশি উদ্বিগ্ন। এ বছর তারা বিল পরিশোধে ব্যর্থও হতে পারে বলে ইকুইফ্যাক্স কানাডা জানিয়েছে।

ইকুইফ্যাক্সের কনজিউমার অ্যাডভোকেসির জ্যেষ্ঠ কমপ্লায়েন্স অফিসার জুলি কাজমিক বলেন, এর অর্থ হলো কানাডায়িান পরিবারগুলোর জন্য এটা অবিশ^াস্যরকম চাপের সময়। তারা কেবল প্রতিদিনের ব্যয়ই ব্যবস্থাপনা করছে।

- Advertisement -

ইকুইফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়েছে, বয়স্কদের চেয়ে তরুণরা আর্থিক পীড়ন বেশি অনুভব করছেন বলে মনে হচ্ছে।

গত সেপ্টেম্বরে পরিচালিত এক সমীক্ষায় অংশ নেওয়া ৩৬ শতাংশ কানাডিয়ান তরুণ এ বছর তাদের পরিশোধে ব্যর্থ হয়েছেন বলে জানিয়েছেন। সার্বিকভাবে বিল পরিশোধ করতে পারেননি ২৩ শতাংশ কানাডিয়ান। ব্যক্তিগত ঋণের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে সমীক্ষায় অংশ নেওয়া ১৮ থেকে ৩৪ বছর বয়সী ৫২ শতাংশ কানাডিয়ান। আর সার্বিকভাবে এই উদ্বেগ দেখিয়েছেন ৩৯ শতাংশ কানাডিয়ান।

ক্রেডিট রিপোর্টিং এজেন্সিটি সম্প্রতি জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কানাডিয়ানদের ক্রেডিট কার্ডে ঋণ সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। নিম্ন আয়ের পরিবারগুলো তাদের খরচের লাগাম টানতে কঠিন সময় পার করছে।

কাজমিক বলেন, এটা লুকানোর কোনো বিষয় নয় যে, ক্রেডিট কার্ডের ঋণের সুদ বেড়ে গেছে এবং যাদেরকে প্রাত্যহিক চাহিদা পূরণে ক্রেডিট কার্ডের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে তারা আরও বেশি চাপের মধ্যে পড়ে যাচ্ছে। এই অবস্থায় ব্যক্তিগত ঋণ নিয়ে কানাডিয়ানদের মধ্যে উদ্বেগের মাত্রা বেশি থাকবে এতে অবাক হওয়ার কিছু নেই।

ইকুইফ্যাক্স কানাডা জানিয়েছে, কানাডিয়ানদের মধ্যে সবচেয়ে বড় উদ্বেগ হচ্ছে আবাসন। উচ্চ মর্টগেজ বা ভাড়া পরিশোধে বাড়তি আয়ের সন্ধান করতে হচ্ছে বলে জানিয়েছেন সমীক্ষায় অংশ নেওয়া প্রতি দশজনের মধ্যে তিনজন।

সমীক্ষার ফলাফল বলছে, তাদের আর্থিক বাধ্যবাধকতা পূরণ করতে কানাডিয়ান তরুণদের দ্বিতীয় অথবা তৃতীয় চাকরি খুঁজতে হচ্ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles